Posted by Nipunservices on June 30, 2014 at 11:55 PM
|
|
‘ঈদের পরই সরকার পতনের আন্দোলন’
.
বহুবার শোনা কথা। শুধু ঈদের পর নয়, এসএসসি পরীক্ষার পর বর্ষা মওসুমের পর স্বাধীনতা দিবসের পর বিজয় দিবসের পর এই বছরের পর- সরকার পতনের এই টার্গেটের কথা শুধু গত পাঁচ বছরেই নয়, এর আগের পাঁচ বছর তার আগের পাঁচ বছর তার আগের পাঁচ বছর অর্থাৎ যেদিন থেকে দুই নেত্রীর মধ্যে ক্ষমতার মিউজিক্যাল চেয়ার রেস শুরু হয়েছে সেদিন থেকেই আমরা শুনে আসছি। এই ধরনের বচন আমরা শেখ হাসিনার মুখে শুনেছি, অতীতে বেগম খালেদা জিয়ার মুখে শুনেছি, এখনও শুনছি। বিশেষ করে গত পাঁচ বছরে এতবার শুনেছি যে নেত্রী আ উচ্চারণ করলেই পাবলিক বুঝতে পারে তিনি কখন আম খেতে চাইছেন আর কখন আমড়া পাড়তে বলছেন! এই সমস্ত হুংকার এখন আর দেশের মানুষকে নাড়া দেয়না উদ্বেলিত করেনা।