|
ক্যালিফোর্নিয়ায় এক বাপ, তার ছেলেকে একটু বকা দেয়, ছেলে গজগজ করতে করতে পাশের রুমে যেয়ে 911 এ ফোন দিয়ে বলে, “আমি ইনসিকিউরড ফিল করছি” | ১০ মিনিট পর পুলিশ এসে বাবাকে চেং দোলা করে থানায় নিয়ে যায়... মুচলেকা দিয়ে বান্দা ১৮ ঘন্টা পরে ছাড়া পায় |
.
... তোরা আবার কিসের বাবা দিবস পালন করিস রে?,
.
বাবা কি বুঝতে ... আয় আমাদের দেশে আয়
--
... আমার ছোটবেলার বন্ধু রবির বাবা আজ ১১ বছর থেকে প্যারালাইজড , রবি এই ১১ বছর ধরে প্রত্যেকদিন অফিস শেষ করে বাসায় এসে বাবার খাটের পাশে বসে এশার নামাজ পড়ে|
.
১১ বছর ধরে একই রুটিন তার
.
নামাজ শেষ করে প্রতিবার সালাম ফিরিয়েই খাটের দিকে তাকিয়ে সে আশা করে বাবাকে হয়ত দেখবে; খাটের উপরে বসতে বসতে বলছে, ‘অনেকদিন শুয়ে ছিলাম রে রবি... চল একটু হেঁটে আসি’
.
১১ বছরে প্রায় ৪০০০ বার সে সালাম ফিরিয়ে হতাশ হয়েছে, হাল ছাড়েনি, ছাড়বেও না সে| গত ঈদে আমি তার বাসায় যেয়ে দেখি সে তার বাবাকে সেইভ করিয়ে নতুন পাঞ্জাবী পড়িয়ে রেখেছে, তার বাবার চোখের দিকে তাকালে মনে হয়, তিনি হাসছেন... সুখের হাসি
.
এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি তার বাবা হলে, হঠাৎ একদিন সুস্থ হয়ে উঠলেও খাটে উঠে বসতাম না... মটকা মেরে পড়ে থাকতাম|
.
সবার ভাগ্যে এরকম পুত্র জোটে না
.
রবির আজ ইয়া বড় বড় দাড়ি ... আর তার বাবা, ক্লিন শেভড
.
যে রবিকে এক সময় তার বাবা হাঁটা শিখিয়েছে... আজ সেই ছেলে বামে সালাম ফিরে অনেক আশা নিয়ে অপেক্ষা করে শোনার জন্য, “একটু হাঁটব, ধর তো... জুতা আছে না ফেলায় দিসস?”
.
... এদের কেমিস্ট্রি দেখে আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি, কে বাবা আর কে পুত্র
.
পৃথিবীটা খুব অদ্ভুত
.
যতদিনে হয়ত বুঝতে পারি যে, ‘পৃথিবীতে খারাপ লোক থাকতে পারে... কিন্তু খারাপ বাবা, একটিও নেই’ ... ততদিনে, হয়ত আমি নিজেই বাবা হয়ে গেছি
.
অদ্ভুত খুব পৃথিবীটা
Categories: _____Part - 2
If you are the site owner, please renew your premium subscription or contact support.