Nipun Services
  Toronto, Ontario, Canada
  A  House of  Quality & Trust

  Nipun  Services

  Provide accurate services

News and Views Post New Entry

Backlog Mehedi

Posted by Nipunservices on November 30, 2013 at 12:45 AM

একটা মানুষের মৃত্যু হতে কত সময় লাগে ? এই সর্বোচ্চ ৫ সেকেন্ড ।

.

আজকে একটা অদ্ভত ভিডিও দেখলাম ।

এক লোক হয়ত ফ্যামিলিসহ পাহাড় দেখতে গেছেন । পানির হালকা স্রোতে হেটে হেটে এ মাথা থেকে ও মাথা যাচ্ছেন । হঠাৎ পানির পরিমান বৃদ্ধি পেয়ে ৩জনই বিশাল স্রোতের ধাক্কায় অনেক নীচে পরে গেলেন ।

.

একটা লোক হেটে হেটে রাস্তা পার হচ্ছেন । ড্রাইভার ভেবেছে লোকটা পার হয়ে গেছে । কিন্তু গাড়ি চালিয়ে যাওয়ার পর দেখা গেল লোকটার মাংস পিন্ডে পরিনত হয়ে গেছে ।

একিভাবে এক লোক হোন্ডা নিয়ে একটা গাড়ি পাড় হতে গিয়ে গাড়ির নীচে পিসে গেল ।

.

ট্রেনে প্রচুর যাত্রী । এমনকি গেট ধরে অনেকে ঝুলে ঝুলে যাচ্ছে । হঠাৎ হাত পিছলে চলন্ত ট্রেন থেকেই এক যাত্রী পড়ে গেল ।

আবার এক যাত্রী ট্রেনে নীচে চাপা পড়ে দেখলাম শরীরের অর্ধেক অংশ আলাদা হয়ে গেল ।

.

আজ এমনি একটা ঘটনা ঘটল সাবরিনার সাথে ।

সাবরিনা জাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রিকসার কাঠামো ভেঙ্গে পড়ে গেলে সাবরিনার মাথার উপর দিয়ে চলন্ত অটো চলে যায় । আর সুমিও ঐ রিকসায় ছিলেন । তার শরীরের উপর দিয়ে যায় অটো ।

.

ভাবতে অবাক লাগে । বেচে থাকতে মানুষের কত স্বপ্ন থাকে । প্রত্যেকদিনের রুটিন, সাপ্তাহিক এমনকি মাসিক রুটিন থাকে । চিন্তা থাকে বড় হয়ে এই করব সেই করব ।

বাবা-মার স্বপ্ন থাকে আমার ছেলে/মেয়ে বড় মানুষ হবে বড় কিছু করবে । সংসারে সচ্ছলতা আসবে, সুখ আসবে ।

.

সব ধুলিষ্যৎ হতে সময় লাগে ৫ সেকেন্ড ।

চিন্তার আগেই মৃত্যু মানুষকে ঘিরে ধরে । অথচ বেঁচে থাকা অবস্থায় সেই মৃত্যুকে আমরা কল্পনাতেও আনি না ।

যদি আনতাম আমাদের সমাজে এত অশান্তি থাকত না । এত পাপ সমাজকে ঘিরে ধরত না ।

.............................

তুষার মাহমুদ- বলা হয়ে থাকে মানুষ যদি দৈনিক অন্তত পাঁচ বার নিজের মৃত্যুর কথা কবরের আজাব এর কথা চিন্তা করে তবে তার দ্বারা কোন খারাপ কাজ হতেই পারেনা !! আফসোস , আমরা আমাদের মৃত্যুকেই ভুলে দেশ , রাজনীতি , গনতন্ত্র আর ধনতন্ত্র নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত !!

.

Ripon Canada Interesting think, no one is thinking about dead even once a day - That is Allah's big game - someone understands and somone never tries to understand.

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.