|
একটা মানুষের মৃত্যু হতে কত সময় লাগে ? এই সর্বোচ্চ ৫ সেকেন্ড ।
.
আজকে একটা অদ্ভত ভিডিও দেখলাম ।
এক লোক হয়ত ফ্যামিলিসহ পাহাড় দেখতে গেছেন । পানির হালকা স্রোতে হেটে হেটে এ মাথা থেকে ও মাথা যাচ্ছেন । হঠাৎ পানির পরিমান বৃদ্ধি পেয়ে ৩জনই বিশাল স্রোতের ধাক্কায় অনেক নীচে পরে গেলেন ।
.
একটা লোক হেটে হেটে রাস্তা পার হচ্ছেন । ড্রাইভার ভেবেছে লোকটা পার হয়ে গেছে । কিন্তু গাড়ি চালিয়ে যাওয়ার পর দেখা গেল লোকটার মাংস পিন্ডে পরিনত হয়ে গেছে ।
একিভাবে এক লোক হোন্ডা নিয়ে একটা গাড়ি পাড় হতে গিয়ে গাড়ির নীচে পিসে গেল ।
.
ট্রেনে প্রচুর যাত্রী । এমনকি গেট ধরে অনেকে ঝুলে ঝুলে যাচ্ছে । হঠাৎ হাত পিছলে চলন্ত ট্রেন থেকেই এক যাত্রী পড়ে গেল ।
আবার এক যাত্রী ট্রেনে নীচে চাপা পড়ে দেখলাম শরীরের অর্ধেক অংশ আলাদা হয়ে গেল ।
.
আজ এমনি একটা ঘটনা ঘটল সাবরিনার সাথে ।
সাবরিনা জাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
রিকসার কাঠামো ভেঙ্গে পড়ে গেলে সাবরিনার মাথার উপর দিয়ে চলন্ত অটো চলে যায় । আর সুমিও ঐ রিকসায় ছিলেন । তার শরীরের উপর দিয়ে যায় অটো ।
.
ভাবতে অবাক লাগে । বেচে থাকতে মানুষের কত স্বপ্ন থাকে । প্রত্যেকদিনের রুটিন, সাপ্তাহিক এমনকি মাসিক রুটিন থাকে । চিন্তা থাকে বড় হয়ে এই করব সেই করব ।
বাবা-মার স্বপ্ন থাকে আমার ছেলে/মেয়ে বড় মানুষ হবে বড় কিছু করবে । সংসারে সচ্ছলতা আসবে, সুখ আসবে ।
.
সব ধুলিষ্যৎ হতে সময় লাগে ৫ সেকেন্ড ।
চিন্তার আগেই মৃত্যু মানুষকে ঘিরে ধরে । অথচ বেঁচে থাকা অবস্থায় সেই মৃত্যুকে আমরা কল্পনাতেও আনি না ।
যদি আনতাম আমাদের সমাজে এত অশান্তি থাকত না । এত পাপ সমাজকে ঘিরে ধরত না ।
.............................
তুষার মাহমুদ- বলা হয়ে থাকে মানুষ যদি দৈনিক অন্তত পাঁচ বার নিজের মৃত্যুর কথা কবরের আজাব এর কথা চিন্তা করে তবে তার দ্বারা কোন খারাপ কাজ হতেই পারেনা !! আফসোস , আমরা আমাদের মৃত্যুকেই ভুলে দেশ , রাজনীতি , গনতন্ত্র আর ধনতন্ত্র নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত !!
.
Ripon Canada Interesting think, no one is thinking about dead even once a day - That is Allah's big game - someone understands and somone never tries to understand.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.