|
বাংলাদেশের নির্বাসিতা লেখিকা, তসলিমা নাসরিনের দেশে ফেরার পক্ষে, কিছুদিন পূর্বে আমি লিখেছিলাম। তার জন্মগত অধিকারের জন্যে অনেকের সাথে, তার পক্ষে এ সমর্থন অব্যাহত থাকবে। কিন্তু যে বিষয়টি, আমাকে খুব আঘাত করে, তা যতটা না তসলিমা নাসরিনের কিছু বিতর্কিত লেখা, তার চেয়ে বেশী ঘেন্না জেগে উঠে, কিছু নিউজপেপার নামের টয়লেট-পেপারের বিরুদ্ধে। তসলিমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, কি ভাবে তিনি তার ব্যক্তিগত জীবন কাটাবেন। কি ভাবে খাবেন, শুবেন, স্নান করবেন, মল-মূত্র ত্যাগ করবেন, তিনিই জানেন।
.
কিন্তু তিনি যদি মনে করেন, এ সবের-ও লাইভ দেখানো উচিত বা ধারণ-কৃত ছবি দেখানো উচিত। তখন স্বাধীনতার নামে, এই নারী বর্বর হয়ে যান। তার ব্যক্তিগত জীবনে, তিনি ক'বার বিয়ে করবেন, বা আদৌ করবেন কি না তার পছন্দ। কোন্ বয়সের পুরুষ বা নারীকে পছন্দ, বা ক'জন পুরুষ নিয়ে আনন্দ করবেন, কিভাবে আনন্দ করবেন, না কি আনন্দের জন্য পশুর সাথে মিলিত হবেন, সে-ও তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু এসবের ধারা বিবরণী কি লিখে জানাতে হবে?
.
আর কিছু টয়লেটপেপার এসব ঘটনাকে, বড় বড় করে সংবাদ তৈরী করে। বিষ্ঠার পোকারা রয়েছে, অমৃত মনে করে কেউ কেউ পান করে। তসলিমার ব্যক্তিগত বর্বরতা নিয়ে, সমাজের কি হবে? এই টয়লেট-পেপার গুলোই তসলিমা নাসরিন-দের তৈরী করে। অবশ্য নিজেরাও উপকৃত হয়। এখন প্রকাশ্যে চুমুর দাবী উঠেছে, আগামীতে লাইভ-সেক্স এর দাবী-ও আসার পথে। দোষটা আগামী প্রজন্মের-ই নয়। বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মের জন্য এই দাবীকে , এগিয়ে রাখছে, ওরা শুধু উত্থাপন করবে।
Categories: __________Chapter-IV
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.