|
শেখ হাসিনা আর খালেদা জিয়াকে হত্যা করা হলে যদি দেশের সব সমস্যার সমাধান হয়ে যায়, আমার বিশ্বাস উনারা দেশের জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছেন। দেশের জন্যেতো উনারা রাজনীতি করেন, দেশের জন্যে সর্বোচ্ছ ত্যাগে উনাদের পিছপা হবারতো কথা নয়। দেশপ্রেমিকরা যুগেযুগে এমন ত্যাগের সাক্ষর রেখে গেছেন। বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, জিয়াউর রহমান জীবন দিয়েছেন, ত্রিশ লক্ষ বাঙ্গালি জীবন দিয়েছেন দেশের জন্য জাতির জন্য।
.
এমন আজগুবি কথাগুলো বলার কারন দুটোঃ প্রথমত, সম্প্রতি পশ্চিম বঙ্গে বাংলাদেশী দুজন পুরুষ জঙ্গি এবং আসামে একজন নারী জঙ্গি গ্রেফতার হয়েছে যারা কিনা হাসিনা খালেদাকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলো। জঙ্গিরা কি উদ্দেশ্যে হত্যা করতে চায় তা অবশ্য জানা যায়নি। তবে এ কারনটি ভাবনায় তেমন একটা গুরুত্বপুর্ন ঠেকেনি, দ্বিতীয় কারনটাই হচ্ছে ভাবনার মুলে!
.
দ্বিতীয় কারনটি পড়তে গিয়ে আশাকরি কারো ধৈর্যচ্যুতি ঘটবেনা। প্রথমে শেখ হাসিনার কথা বলিঃ
একজন গুরুজনের কিছু প্রশ্ন দেখুন-
____শেখ হাসিনার চাইতে বড় 'ক্ষমতালোভী স্বৈরাচারী' আর কেউ কি আছেন বা ছিলেন?
____শেখ হাসিনার চাইতে বড় 'মুক্তিযুদ্ধ' ব্যাবসায়ী আর কেউ কি আছেন বা ছিলেন?
____শেখ হাসিনার চাইতে বড় 'রাজাকার' ব্যাবসায়ী আর কেউ কি আছেন বা ছিলেন?
____শেখ হাসিনার চাইতে বড় 'ধর্ম' ব্যাবসায়ী আর কেউ কি আছেন বা ছিলেন?
____তবে, এটা প্রমানীত সত্য শেখ হাসিনার চাইতে বড় 'মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী স্বৈরাচারী বকধার্মিক রাজাকার' আর কেউ নাই এবং ছিলেন না।
.
প্রকৃতপক্ষে কথাগুলো আজ সর্বজনের মুখেমুখে সর্বময় বিস্তৃত।
.
এবার আসি খালেদা জিয়ার বিষয়েঃ
____খালেদা জিয়াকে আপনারা বলেন আপোসহীন নেত্রী, প্রকৃতপক্ষে তিনি একজন ঘাড়তেড়া নেত্রী।
____ খালেদা জিয়ার মত নেত্রীরা শুধুমাত্র রাজকীয় পরিবেশে বসবাসকারীদে মানুষ মনে করেন, বাকিরা সব নর্দমার কীট।
____খালেদা জিয়ারা শহীদ জিয়া স্বপ্নের জাতিয়তাবাদী দলটিকে জনগনের দলের পরিবর্তে পারিবারিক দলে রুপান্তর করতে পারেন।
____খালেদা জিয়া দল পরিচালনায়, জনগনের আশা আকাঙ্খায় এবং জাতিয় বিহত্তর স্বার্থ গুলোতে চরম ব্যর্থতার পরিচয় দিলেও নেতৃত্ব ছাড়েন না।
____চোর চাট্টারা খালেদা জিয়ার চতুর্পাশে ঘুরঘুর করলেও যোগ্য ব্যাক্তিদের তিনি দলে ঠাই দেননা।
.
শেখ হাসিনার ন্যায় এটাও প্রমানিত সত্য যে, খালেদা জিয়ার মত ঘাড়তেড়া, অহংকারী, অযোগ্য এবং জনগনের হতাশার মুর্তপ্রতীক আর কেউ নেই।
.
শেখ হাসিনার যেমন মানুষ এখন পতন চাইছে, তেমনি খালেদা জিয়াকে দিয়েও জাতিয়তাবাদী শক্তির মুক্তি সম্ভব নয় বলে জনগন বিশ্বাস করে। এমতবস্থায় জঙ্গিদের সাথে তাল মিলিয়ে বলবোনা দুজনকে হত্যা করা প্রয়োজন, প্রকৃতার্থে দুজনের পতন প্রয়োজন; দেশের স্বার্থে এবং দেশ জাতির কল্যানার্থে। যেহেতু উনারা দুজনই দেশপ্রেমিক, দেশের জন্য রাজনীতি করেন, জনগনের জন্য রাজনীতি করেন সেহেতু নিজে থেকেই যদি নিজেদের পতন তরান্বিত করতেন তবে বেশ হতো।
Categories: __________Chapter-IV
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.