|
কিশোরগঞ্জ জেলার সরারচর রেল স্টেশনে টিকেট কালোবাজারিদের দৌরাত্ম চরমে।। টিকেট কাউন্টারের সামনে প্রকাশ্যে কালোবাজারিরা চেঁচিয়ে বলছে ঢাকা দুশো টাকা, ঢাকা দুশো টাকা।কাউন্টারের সামনে যারা লাইনে দাঁড়ানো তারা সিটসহ টিকেট পায় না।স্টেশন মাষ্টারের সাথে যোগসাজসেই এরকমটি হচ্ছে বলেই রেল যাত্রীরা জানায়।ট্রেন আসার সামান্য আগে লোক দেখানোর জন্য কাঊন্টার খুলে বসে টিকেট বিক্রেতা জসিম। শুরু হয় টিকেট প্রত্যাশিতদের ঠেলাঠেলি।কাউন্টারে সিট না পেয়ে মানুষ বাধ্য হয়ে একশ টাকার টিকেট কালোবাজারিদের কাছ থেকে দুশ টাকা দিয়ে কিনতে বাধ্য হয়।জনৈক রেল যাত্রি বলেন তার চেয়ে কালোবাজারিদের জন্য একটি আলাদা কাউন্টার খুলে দিলেই হয়।দায়িত্বরত স্টেশন কর্মকর্তা চন্দন বাবুর সাথে কথা বললে তিনি বলেন ,রাজনৈতক সেল্টারে এসব কালোবাজারি চলছে এদের বিরুদ্ধে কথা বললে মার খেতে হবে।স্থানীয় সংসদ সদস্য কালোবাজারিদের প্রশ্রয় দাতা এদের পুলিশে দিলেও কাজ হবে না।এমপি থানায় ফোন করে বলবে এরা আমার লোক ছেড়ে দেন।উল্টো আমার জীবনের নিরাপত্তা হুমকিতে পড়বে।
Categories: __________Chapter-III
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.