|
সরকারী চাকুরিজীবি - আমলা থেকে কামলা পর্যন্ত !
।
বাংলাদেশে ন্যাতাদের নেতাগিরি ফলানোর মেয়াদ বড়জোর ৫ বৎসর যদিও বর্তমান সরকার গ্রেস টাইম নিয়ে চলছে ! তারপরও ন্যাতাদের নেতাগিরি একসময় শেষ হবেই ; কিন্তু থেকে যাবে দুর্নীতি !
.
কারন - নেতা বদল হলেও নীতি বদল হয় না !
কারন - যারা নীতি নির্ধারক তারা বদল হন না !
.
এরা কারা ?
-সরকারী চাকুরিজীবি - আমলা থেকে কামলা পর্যন্ত !
আমি দুর্নীতিবাজ এমপি - মন্ত্রীদের সাফাই গাইছি না -
একজন নেতা ২০/৩০/৪০ বৎসর মাঠ পর্যায়ে রাজনীতি করে হয়তো একবার ক্ষমতা ভোগ করার সুযোগ পান (উত্তরাধিকারী সুত্রে প্রাপ্তদের হিসাব আলাদা) ! সেক্ষেত্রে দীর্ঘদিনের বুভুক্ষু ন্যাতা কি থুয়ে কি খাবেন , মুখে দিতে গিয়ে গালে মাখাবেন এম্ন অবস্থা হয় ! প্রথমেই তারা দামী গাড়ি- বাড়ী করেন যা সহজেই চোখে পরে ! ক্ষমতা থেকে চলে গেলেই শুরু হয় নানা কেচ্ছা কাহিনী !
.
অন্যদিকে সরকারী চাকুরি করে একজন পিয়ন হতে সচিব পর্যন্ত কি পরমান দুর্নীতি করে থাকে তার কি কোন খুঁজ আমরা রাখি ?
একজন সিনিয়র সহকারী সচিব লেভেলের কর্মকর্তা যে পরিমান বেতন ভাতা পান তা দিয়ে ঢাকা শহরের কথা বাদই দিলাম , মফঃস্বল এলাকাতেও সচ্ছলভাবে জীবন যাপন করা সম্ভব নয় ; নিজস্ব গাড়ি -বাড়ী তো বহুদূরের কথা ! অথচ এই লেভেলের প্রতিটি কর্মকর্তার রয়েছে একাধিক বাড়ি- ফ্ল্যাট -প্লট -গাড়ি ! এর উৎস কি ?
.
এরা সবাই কি পৈত্রিক সুত্রে জমিদারির মালিক ?
.
চাকরীতে যোগদানের আগে যাদের বাড়ীতে টিনের ঘর খুঁজে পাওয়া যেত না , এখন সেখানে রাজপ্রাসাদ !
.
পিয়ন - লাইনম্যান - মিটার রিডার যেখানে শত কোটি তাকার মালিক হয় সেখানে বড় বড় আমলারা কি পরিমান অর্থ -বিত্তের মালিক হতে পারে তা অনুমান করাও কষ্টকর !
.
আর আমরা যারা চুচিল ? কোন প্রকার চাকুরি -ব্যবসা না করেই ঢাকা শহরে বাড়ি/ ফ্ল্যাট - গাড়ি নিয়ে থাকি ! ছেলে-মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে / প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই ! বউ এর ড্রেসআপ - মেকআপ এর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি ! কোথায় পাই ? বুদ্ধিমান হলে অবশ্যই বুঝতে পারবেন !
.
Categories: __________Chapter-III
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.