Posted by Nipunservices on November 6, 2014 at 4:35 PM
|
|
1) আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে- স্বদেশ প্রেম নাই, আছে বিদেশ প্রেম ।
2.পিৎজা ডেলিভারি, এম্বুলেন্স আর পুলিশের আগে আসে।
3.গাড়ির লোনের সুদ ১৮%, কিন্তু শিক্ষা লোন ৪০%।
4.চালের কেজি ৫০ টাকা, কিন্তু সিম কার্ড প্রায় ফ্রি।
5.জুতা বিক্রি হয় এসি শো-রুমে আর খাবার জিনিস(সবজি) বিক্রি হয় ফুটপাতে।
6.আমরা খাই কৃত্রিম লেবুর জুস, আর আসল লেবুর রস দিয়ে করি ডিসওয়াশিং।
7.ভূয়া ডিগ্রীধারীরাই সমাজের মাথা(শিল্পপতি),আর সত্যিকারের মেধাবীরাই কর্মহীন।
Oops!
Oops, you forgot something.