Nipun Services
  Toronto, Ontario, Canada
  A  House of  Quality & Trust

  Nipun  Services

  Provide accurate services

News and Views Post New Entry

Nazmul H Razib

Posted by Nipunservices on November 3, 2014 at 7:20 PM

 


-ভাই পাশের বাড়ির এক মেয়ে ধর্ষণ হয়েছে! শুনেছেন কিছু?

---ওহ তাই নাকি! খুবই দুঃখ জনক। খুবই দুঃখজনক।

-জ্বি! আরো দুঃখজনক হল যে ধর্ষণ করছে সে আমার শ্যালক! এখন কিছু

বুদ্ধি সুদ্ধি দেন কি করে ঘটনাটা ধামা চাপা দেয়া যায়?

---ওহ এই কথা! এইটা কোন ব্যাপারই না। ঐ মেয়ে খোঁজ নিয়ে দেখেন স্কারট

পড়ে ঘুরেবেড়াত। আর এমন সময় কোন মেয়ে বের হয়?

বেহায়া বেলাজকোথাকার!

-ঠিক বলেছেন। ওই রাস্তায় ঘোরা ফেরা করে নিজেকে দেখিয়ে বেড়াবে আর

কেউ একটু আদর করলে হয়ে যাবে ধর্ষণ তাই না?

---কি আর বলব বলেন ভাই! সমাজটা রসাতলে গেছে!

-জ্বি ভাই! আপনি প্রভাবশালী লোক। আইন কানুন বোঝেন। আপনার মত

শিক্ষিত লোক যেভাবে ঘটনাটা বুঝছেন দেশের মূর্খ লোক তো তা বুঝবে না।

একটা ছোটখাট মিছিলওবের হইছে শুনলাম ''ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের

ফাঁসি চাই।''

---ভাই টেনশন নিয়েন না। আমি ব্যাপারটা দেখতেছি। আর ধর্ষণের শাস্তি কিন্তু খুব

ভয়াবহও না। মাত্র ৭বছর সছ্রমকারাদন্ড। ও দেখতে দেখতেই শেষ।

এমন সময় ঘরে হতদন্ড হয়ে চাকরের প্রবেশ। ভাই সর্বনাশ হয়ে গেছে। আপনার ছোট

মেয়ে মানে আমাদের আপা মনিরে পাড়ার লম্পটে ধর্ষণ করছে। আপনার

সামনে যেই ব্যাটা বইসা আছে তার শ্যালক।

---কি!!!!!

ওরে আমি কাইটা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খাওয়ামু । আমার নিষ্পাপ মাইয়া।

এই হল সমাজের বাস্তবতা আমরা আপন আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে রায় দেই তা অন্যের আত্মীয় স্বজনের

ক্ষেত্রে দেই না । তাই সমাজ থেকে অনাচারও কমে না।

 

Categories: Brief Stories, Part -1

Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.