|
-ভাই পাশের বাড়ির এক মেয়ে ধর্ষণ হয়েছে! শুনেছেন কিছু?
---ওহ তাই নাকি! খুবই দুঃখ জনক। খুবই দুঃখজনক।
।
-জ্বি! আরো দুঃখজনক হল যে ধর্ষণ করছে সে আমার শ্যালক! এখন কিছু
বুদ্ধি সুদ্ধি দেন কি করে ঘটনাটা ধামা চাপা দেয়া যায়?
---ওহ এই কথা! এইটা কোন ব্যাপারই না। ঐ মেয়ে খোঁজ নিয়ে দেখেন স্কারট
পড়ে ঘুরেবেড়াত। আর এমন সময় কোন মেয়ে বের হয়?
বেহায়া বেলাজকোথাকার!
।
-ঠিক বলেছেন। ওই রাস্তায় ঘোরা ফেরা করে নিজেকে দেখিয়ে বেড়াবে আর
কেউ একটু আদর করলে হয়ে যাবে ধর্ষণ তাই না?
---কি আর বলব বলেন ভাই! সমাজটা রসাতলে গেছে!
-জ্বি ভাই! আপনি প্রভাবশালী লোক। আইন কানুন বোঝেন। আপনার মত
শিক্ষিত লোক যেভাবে ঘটনাটা বুঝছেন দেশের মূর্খ লোক তো তা বুঝবে না।
।
একটা ছোটখাট মিছিলওবের হইছে শুনলাম ''ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের
ফাঁসি চাই।''
---ভাই টেনশন নিয়েন না। আমি ব্যাপারটা দেখতেছি। আর ধর্ষণের শাস্তি কিন্তু খুব
ভয়াবহও না। মাত্র ৭বছর সছ্রমকারাদন্ড। ও দেখতে দেখতেই শেষ।
।
এমন সময় ঘরে হতদন্ড হয়ে চাকরের প্রবেশ। ভাই সর্বনাশ হয়ে গেছে। আপনার ছোট
মেয়ে মানে আমাদের আপা মনিরে পাড়ার লম্পটে ধর্ষণ করছে। আপনার
সামনে যেই ব্যাটা বইসা আছে তার শ্যালক।
।
---কি!!!!!
ওরে আমি কাইটা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খাওয়ামু । আমার নিষ্পাপ মাইয়া।
।
এই হল সমাজের বাস্তবতা আমরা আপন আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে রায় দেই তা অন্যের আত্মীয় স্বজনের
ক্ষেত্রে দেই না । তাই সমাজ থেকে অনাচারও কমে না।
Categories: Brief Stories, Part -1
If you are the site owner, please renew your premium subscription or contact support.