|
.
খুনের মামলা - যোগ দিন সরকারী দলে, মুশকিল আহসান
.
সোমবার রাতে আড়াইহাজার উপজেলার গোপালদি বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রায় কয়েক শ’ নেতাকর্মী নিয়ে আবুল বাশার কাশু ফুলের তোড়া ও স্বর্ণের তৈরি নৌকা প্রতীক সংবলিত কোট পিন এমপি নজরুল ইসলাম বাবুকে পরিয়ে দেয়া হয়। এ সময় মাইকে ঘোষণা দেয়ায় নৌকা প্রতীক সংবলিত কোট পিনে তিন ভরি স্বর্ণ রয়েছে।
.
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত আওয়ামী লীগের চার কর্মীকে দিনে দুপুরে হত্যার মামলার প্রধান আসামি বিএনপি নেতা ও গোপালদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার কাশু নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবুকে নৌকার প্রতীক সংবলিত সোনার কোট পিন উপহার দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এছাড়া ওই যোগদান অনুষ্ঠানে আরও যোগ দেন চার খুন মামলার আসামি সদাসদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক মেম্বার, বিএনপির উপজেলা কমিটির সদস্য বদরুদ্দিন আহম্মেদ, শামসুল হক ও নাজমুল হক।
.
সূত্রমতে, ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরে সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের ভাইসহ ৪ জনকে ডাকাত আখ্যা দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছিলেন আবুল কাশেম ওরফে কাশু চেয়ারম্যান।
Categories: __________Chapter-IV
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.