Nipun Services
  Toronto, Ontario, Canada
  A  House of  Quality & Trust

  Nipun  Services

  Provide accurate services

News and Views Post New Entry

Elora Zaman

Posted by Nipunservices on August 31, 2014 at 1:15 PM

 

বাংলাদেশ জামায়াত, ইসলামী থেকেও এদের বিরুদ্ধে কোনও শক্ত অবস্থান নিতে দেখা যায়নি।

.

"আপনাদের বিশ্বাস হয়, আমার স্ত্রী যে রাসুলের মেয়ে মা ফাতেমা? উনিই আমার স্ত্রী। আবার অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন। রাসুলের রওজা জিয়ারতে এই আমার রুপেই রাসুলকে দেখবেন আপনারা। মা ফাতেমা আমার মেয়েকে জড়ায়ে ধরে বলেছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।"

.

কথাগুলো বলেছেন আধ্যাত্মিক মহান সাধক আশেকে রাসুল হুজুরে কেবলা পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত তরিকদ যুগের ঈমাম আম্বিয়া কেরামায়ে সুফি সম্রাট মাদ্দে জিল্লুহুলাহি হযরত মাহবুব এ খোদা দেওয়ানবাগী। জন্ম ১৪ ই ডিস...েম্বর ১৯৪৯ ইংরেজী। জন্মস্থান ব্রাক্ষনবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে। ১৯৭১ সালে দেওয়ানবাগী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। সেনাবাহিনীর ১৫ নং বেঙ্গল রেজিমেন্টে ইমামতির চাকুরী নেয়। অবসর গ্রহনের পর নারায়নগঞ্জের দেওয়ানবাগ নামক স্থানে আস্তানা গঠন করেন এবং নিজেকে “সুফী সম্রাট” হিসেবে পরিচয় দিয়ে শোহরত লাভ করেন।

.

এই হল তেলতেলে চেহারার অধিকারী, নাদুস নুদুস খোদার খাসী লক্ষ লক্ষ ভক্ত আশেকান মুরিদানের অধিকারী দেওয়ানবাগীর পরিচয়। দেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত। ইসলাম প্রিয় জনতার এই অশিক্ষার সুযোগ নিয়ে তাদেরকে বিপথগামী করবার আরো কিছু নমুনা দেখুন তার।

.

- দেওয়ানবাগী স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজীর প্রাণহীন দেহ পড়ে আছে। তাঁর বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে দেহে প্রাণ ফিরে এল। তিনি জীবন লাভ করলেন।

.

- রাব্বুল আলামীন এসে ফেরেশতাদের একটা নির্দেশ দেন যে, আমার সম্মেলনে যত আশেকে রাসূল অংশগ্রহণ করেছেন সমস্ত আশেকে রাসূলদের বেহেশতে নিয়ে যাবার জন্য।

.

আরো অসংখ্য বয়ান আছে তার যা একজন মুস্লিম হিসেবে অ-মুদ্রনযোগ্য। আমার কথা হল, এই ভন্ড পীর এখনো এই দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে গোমরাহির পথে নিয়ে যেতে সাহস পায়? সবচেয়ে অবাক করা বিষয়, প্রতিটি সরকারের আমলেই সে বিপুল পরিমান সিকিউরিটি পেয়ে এসেছে। কেউ তার টিকিটিও স্পর্শ করতে পারেনা। আপনি তার আস্তানায় যেতে হলে চার জায়গায় সিকিউরিটি চেক করাতে হবে। সর্বদা গান ম্যান এবং বডিগার্ড দ্বারা পরিবেষ্টিত থাকেন তিনি। কাছে যেতে পারবেন না।

.

বাংলাদেশ জামায়াত ইসলামী থেকেও এদের বিরুদ্ধে কোনও শক্ত অবস্থান নিতে দেখা যায়নি। - কারন এরা ইসলাম প্রচার করার চেয়ে খালেদারে চুমু দিতে পারলে বেশী খুশী হয়। পাজামা ধরে মারো টান , চলে যাবে পাকিস্তান।

 

Categories: ___Part-2

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.