|
.
শুয়োরের সাথে সহবাসে আমার আপত্তি আছে। গতকাল রাতে পল্লবীতে শবে বরাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে ১১ জন বিহারীকে যেভাবে বর্বর পন্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার নিন্দা জানানোর জন্য মহামানব হওয়ার কোনো প্রয়োজন নেই। 'মানুষ' পরিচয়টুকুই যথেষ্ট। কিন্তু ফেসবুকের কিছু শুয়োরকে দেখলাম (আমি শুয়োর নামক প্রাণীটাকে অতোটা অপছন্দ করি না। কিন্তু ঘৃণা জানানোর অন্য কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না) এই বিহারী হত্যার ঘটনায় উল্লসিত হতে। গতবছর ৫ মে রাতের আঁধারে মতিঝিলে পুলিশ কর্তৃক হেফাজতকর্মীদের ওপর যখন গুলিবর্ষণ হয়েছিল তখনও এদের একদলকে উল্লসিত হতে দেখেছিলাম। দেখেছিলাম বার্মা সরকার কর্তৃক রোহিঙ্গাদের ওপর বর্বর হামলা ও তাদের দেশ থেকে বিতাড়নের সময়। এদের অনেকে পার্বত্য অঞ্চলে চাকমা-মারমা-রাখাইন সহ ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর ওপর বাঙালি সশস্ত্র বাহিনীর সদস্যদের আক্রমণের সময় মনে মনে সুখানুভব করে। এরা হলো বাঙালি জাতীয়তাবাদ এবং 'মুক্তিযুদ্ধের চেতনা'র স্বঘোষিত ধ্বজাধারী!
.
বিহারীরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল- এই অজুহাতে বিগত ৪৩ বছর ধরে তাদেরকে 'স্বাধীন' বাংলাদেশ রাষ্ট্রে ক্যাম্পে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে। তারা কেন পাকিস্তানে ফেরত যেতে চায়, তারা কেন বাংলাদেশকে নিজের দেশ মনে করে না, কেন তারা বাংলায় কথা বলে না, এইসব বিষয় নিয়ে বাঙালি মধ্যবিত্তের 'দেশপ্রেমিক' একাংশকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভণ্ড পাকিস্তান তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় নি। অন্যদিকে বাংলাদেশে তাদের মনুষ্যোচিত জীবন যাপনের কোনো অধিকার নেই। ক্যাম্পগুলোতে তারা মানবেতর অবস্থায় দিনাতিপাত করেন। তাদের কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই। যেকোনো অজুহাতে এদের বসতির ওপর যখন-তখন আক্রমণ চলে। এ দেশে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করেন। এ রকম অবস্থায় বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে যে ভক্তি গদগদভাবের অনুপস্থিতি থাকবে এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতা ছড়িয়ে পড়বে তাতে আর সন্দেহ কী! বরং ফেসবুক শুয়োরেরা তুলনায় জীবনে অনেকগুণ বেশি সুযোগ-সুবিধা ভোগ করেও যে নিম্ন কুৎসিত মানসিকতার চর্চা করে থাকে সে হিসেবে বিহারীদের আচরণকে অনেক মানবিকই বলতে হয়।
.
এই কুৎসিত শুয়োরগুলোকে ধরে ধরে ফেসবুক থেকে বের করে দিতে পারলে মনে শান্তি পেতাম। কিন্তু বের করে দিলেই তাদের বাস্তব অস্তিত্ব তো আর বিলীন হয়ে যায় না। সমাজে এদের দুর্গন্ধময় বিচরণ অব্যাহত থাকে। তাই সেই কাজ থেকে আপাতত বিরত রইলাম। তারচেয়ে বরং এদের স্বরূপ চিনে রাখা ভালো।
-------------------------------------
Sakib Maxx KC এইসব ফালতু কথা বলবেন না। ৭১ এ বিহারীরা কি করেছে না নতুন করে বলার কিছু নাই। কি জানেন বিহারীদের সম্পর্কে?? আমি বিহারী ক্যাম্পের কাছে থাকি। আমি জানি ওরা কি চীজ।
.
কাম্পে গাজা, ফেন্সি, ইয়াবা, দেহ বাবসা সব হয় পুরাদমে। ওদের জন্য এলাকার সব ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ ভয়ে কাম্পে কিছু বলতে পারে না। আর আপনি আসছেন মানবতা দেখাইতে??
Categories: ___Part-3
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.