|
দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে পথমেই প্রয়োজন চাকরী, প্রমোশন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, টেন্ডার, নির্বাচনে জয়ী, প্রভৃতি প্রাপ্তিলাভের সকল অবৈধ পন্থা বাতিল করে বৈধভাবে যোগ্য ব্যাক্তিদের তা প্রদানের ব্যাবস্থা করা, সুধ, ঘুষ, সেলামী নিষিদ্ধ করা । ইসলামে আমাদের জীবন চলার যে সুন্দর ব্যাবস্থা করে দিয়েছে, তা থেকে দূরে সড়ে গেলে বিপদ প্রতি মুহূর্তেই সামনে আসবে । আল্লাহ ও আল্লাহর রসুল (সাঃ আঃ) আমাদের মংগলের জন্যই কুরআন হাদিসে আমাদের সহজ সরল পথ দেখিয়েছেন । আমরা সেই পথ থেকে দিন দিন দূরে সড়ে যাচ্ছি । কাউকে দোষারোপ না করে আমাদের সংশোধন আমাদেরই করতে হবে । আমাদের ভূলে গেলে চলবেনা যে, জীবন ক্ষণস্থায়ী, পরকালে প্রতিটি কাজের জবাব দিতে হবে । কারো ধন সম্পদ, অধিকার ছিনিয়ে নিলে আল্লাহ কখনোই তা ক্ষমা করবেন না । অর্থ, বিষয় সম্পত্তি, ক্ষমতা, যশ এই সবের জন্যই কি মানুষদের হত্যা করা হচ্ছে ? অবৈধ সকল পথ পরিহার করে আমাদের প্রতিটি বিষয়ে আল্লাহর নিকট চাইতে হবে । আল্লাহ আমাদের রিযিকদাতা, তিনিই আমাদের মান সম্মান বৃদ্ধিকারী । অবৈধ সকল পথ ছেড়ে আসুন আমরা আল্লাহর নিকট সাহায্য চাই । তিনি পরম দয়ালু ও অসীম ক্ষমতাবান ।
আল্লাহ আমাদের সহায় হউক (আমিন)
Categories: __________Chapter-IV
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.