|
পয়েন্ট এইটা না যে, নারায়নগঞ্জের সাত অপহরণ-খুন-গুমের ঘটনায় র্যাব হতে প্রত্যাহারকৃত তিন কর্মকর্তাকে স্ব স্ব বাহিনী থেকে অবসরকালীন সকল সুযোগ সুবিধাসহ অবসর প্রদান করা হয়েছে।
.
পয়েন্ট এইটা না যে, এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের দ্বারা অভিযুক্ত বর্তমান মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়ার পুত্র আর স্থানীয় সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে এখনো কোন ব্যাবস্থা নেয়া হয় নাই।
.
পয়েন্ট এইটা না যে, এই ঘটনায় সম্পৃক্ত হিসাবে নিজ পুত্রের নাম আসায় নৈতিক কারনে মায়া এখনো পদত্যাগ করেন নাই বা তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হয় নাই।
.
পয়েন্ট এইটা না যে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপহরনের দশ মিনিটের মধ্যে সব জানার পরেও ব্যাবস্থা নিতে ব্যার্থ হয়েছেন বা এই ঘটনার বেনেফিশিয়ারীরা উনার ঘনিষ্ট আর ক্ষমতার স্টেক হোল্ডার হওয়ায় তাদের বাচাতে ব্যাবস্থা নেন নাই।
.
পয়েন্ট এইটা না যে, এই ঘটনায় শেখ হাসিনা ক্ষুব্দ হয়েছেন অথচ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পূর্ন মন্ত্রী হিসাবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রধান দায় তার।
.
পয়েন্ট এইটা না যে, সাগর-রুনীর হত্যাকান্ডের তদন্ত শেখ হাসিনা নিজে তদারকি করেছিলেন আর ফলাফল সবার জানা।
.
পয়েন্ট এইটা না যে, সাত খুনের ঘটনায় আই ওয়াশের জন্য বলির পাঠা কেউ না কেউ হবে। বলির পাঠাকে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ারে হত্যা করা হবে।
.
পয়েন্ট এইটা না যে, রাষ্ট্র সাত খুনের প্রকৃত অপরাধীদের রক্ষা করবে। কারন এই অপরাধীরা রাষ্ট্রযন্ত্রের পরিচালকদের খুব ঘনিষ্ট। রাষ্ট্রযন্ত্র পরিচালনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশীদার।
.
পয়েন্ট হলো, রাষ্ট্র যখন সন্ত্রাসী, তখন সন্ত্রাসকে উপভোগ করাই শ্রেয়।
Categories: __________Chapter-IV
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.