|
মৃত ছেলের ছবি দেখে সনাক্ত করলেন বাবা !!
.
সোমবার দিনব্যাপী হরতাল চলাকালে দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে পুলিশ ও জামায়াতকর্মীদের সংঘর্ষে এক শিশু নিহত হওয়ার খবরে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু শিশুটির নাম ঠিকানা কেউ জানাতে পারছে না। অবস্থা বেগতিক দেখে পুলিশও এলাকা ত্যাগ করে নিরাপদে চলে গেছে। এমন সময় বাজারের একটি সেলুনে গিয়ে দরিদ্র ভ্যান চালক আনোয়ার হোসেনকে চুল কাটাতে দেখা যায়। কিছুক্ষণ আগে তার ছেলেও এখান থেকে চুল কাটিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। সাংবাদিকের ক্যামেরায় তোলা মৃত শিশুটির ছবি দেখিয়ে পরিচয় জানতে চাওয়া হলে আনোয়ার হোসেন চিৎকার দিয়ে বলে উঠেন এ আমার ছেলে সুমন। এসময় তার আত্বচিৎকারে আশাপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। তৎক্ষণে পুলিশ শিশুটির লাশ মর্গে প্রেরণ করেছে। এলাকায় পুলিশ না থাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা আবারও বহুলী বাজারে জমায়েত হয়ে এক পথচারীর মটরসাইকেলে আগুণ ধরিয়ে দেয় এবং ২ সাংবাদিককে বহরকারী একটি মটরসাইকেলসহ কয়েকটি বসতবাড়ি ভাংচুর করে।
Categories: Brief Stories, Part -1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.