|
কিছু মাইনষের একটা ব্যাপক মাত্রায় বদ অভ্যাস আছে। আর তা হইল পাবলিক প্লেসে আস্তে করে গন্ধবোমা ছারা। তারা এই ব্যাপরটা তে যতই আনন্দ পায় ঠিক ততটাই আমাদের শুরু হয় মরন জ্বালা।
.
একদিন ফার্ম গেইট থেকে বাসে উঠছি এক বিশাল মল্ল যুদ্ধ কইরা। কন্টাক্টর ঠেইলা পাঠাইলো পিছনে। এত লোক উঠছে যে পা ফেলার যায়গা নাই। প্রচন্ড গরমের দিন সবাই ঘাইমা নাইয়া একাকার। তার উপর বাস জামে আইটকা আছে।
.
ঠিক সেই মুহুর্তে কেও একজন আস্তে কইরা কামখান সারল। গন্ধের চোটে বমি আসার উপক্রম। এক লোক পুরা হাউকাউ লাগাইয়া দিছে। তিনি তার সামনের মোটা লোকটারে সন্দেহ করতাছেন। কারন ওনার মনে হইতাছে তার পিছন থেকে গন্ধটা বেশি আইতাছে।
.
এইবার আমি কইলাম চাচা আপনে কি ওনার পিছনে নাক লাগাইয়া দেখছেন??
বেয়াদপ ছেমরা কইয়া একটা ঝারি দিয়া তিনি বাস থেকে প্রস্থান করলেন। আশ্চর্য ব্যাপার হইল তিনি যাওয়ার পর আস্তে আস্তে গন্ধও কমে আসল।
.
গল্পের মোরল হইলো , ভাই ভুলেও এই কাম বাসের মইধ্যে কইরেননা। আর করলেও সেইটা নিয়া ফাপর মাইরেননা।
Categories: Brief Stories, Part -1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.