|
নিজের ক্ষেতের সবজি নিয়ে এক কৃষক গেলেন রাষ্ট্রপতির বাস ভবনে। বাড়ির কেয়ারটেকার তাকে বসিয়ে সবজি গুলো
নিয়ে গেলেন দোতলায়। রাষ্ট্রপতি তখন টেলিফোনে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় কেয়ারটেকার তাকে সবজির কথা
বললেন।
.
রাষ্ট্রপতি পাঞ্জাবীর পকেট থেকে ২০ টাকা বের করে দিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় কেয়ারটেকার ভাবলো সামান্য কিছু
সবজির জন্য ২০ টাকা দেয়ার কী দরকার। সে ১০ টাকা রেখে দিয়ে বাকী ১০ টাকা দিলো কেয়ারটেকারের হাতে।
টাকা পেয়ে কৃষক অবাক হলো এবং দৌড়ে দোতলায় উঠে গেলো। ততোক্ষণে টেলিফোন রাখলেন রাষ্ট্রপতি।
.
কৃষক রাষ্ট্রপতির কাছে ১০ টাকা ফেরত দিয়ে বললেন, " এগুলো আমার ক্ষেতের সবজি, আমি আপনার জন্য এমনি এনেছি,
টাকা লাগবেনা।" জবাবে রাষ্ট্রপতি বললেন, " কিন্তু আমি তো ২০ টাকা দিয়েছিলাম।" কৃষক জবাব দিলো,
" উনি তো আমাকে ১০ টাকা দিলো।"
.
এ কথা শুনে রাষ্ট্রপতি বললো, " যে দেশে দোতলা থেকে নিচতলায় পোঁছতে ২০ টাকা ১০ টাকা হয়ে যায়
সে দেশে কত টাকার বাজেট প্রনয়ণ করলে তা জনগণের নিকট পোঁছবে?"
Categories: Brief Stories, Part -1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.