|
আমরা এক অস্থির ভোগবাদী সময়ে বাস করছি , বিঘ্নিত হচ্ছে আমাদের পারিবারিক জীবন, যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে হন্যে কুকুরের মত ছুটে চলি, বিকেলে পরিবারের সবাই মিলে চা নাস্তা রাতের খাবারের জন্য উন্মুখ থাকি সেই পরিবারের কেউ না শুধু নিজের সদ্য যৌবনা মেয়ে যদি হয় বাপ মায়ের হন্তারক তাহলে আমরা যাব কোথায় - রাষ্ট্রে সমাজে রাজনীতিতে শান্তি নেই - রাষ্ট্রের অতি ক্ষুদ্রতম একক পরিবারেও নেই শান্তি । এখন তো এটা দিবালোকের মতো সত্য যে ও লেভেল পড়ুয়া মেয়ে ঐশী অত্যান্ত ঠাণ্ডা মাথায় তার পুলিশ অফিসার বাপ ও স্নেহময়ী মাকে ঘুমের বড়ি খাইয়ে অন্যদের সহযোগিতায় হত্যা করে লাশ কাপড় দিয়ে পেঁচিয়ে সকালে ভাই ঐহি ও কাজের মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল - এখন পুলিশের হেফাজতে । এই ঘটনার হয়তো অনেক বড় পরিপ্রেক্ষিত আছে - পরে জানা যাবে কিন্ত এই ঘটনা অতি সিনেমাটিক , আমাদের পারিবারিক মূল্যবোধ বন্ধন সহমর্মিতা আদর স্নেহ ভালবাসা এসব কিচ্ছু না , এই ঘটনা তো সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের গবেষণার ব্যাপার । না জানি আরও কত কত পরিবারে আছে এই অবস্থা - বিত্ত বৈভবের পেছনে ছুটে ছুটে আপন সন্তানদের সময় না দেয়া, স্নেহের বাঁধনে না বাঁধা বা অসৎ সঙ্গে নষ্ট সন্তান তার ব্যক্তিগত অপরাধ ধামাচাপা দিতে চামেলীবাগে এই জোরা খুন ঘটাতে পারে - আসল ঘটনা যাই হোক আমাদের শান্তির নিভৃত গৃহকোণ আর নাই, কি জিঘাংসা বিশ্বাসই হতে চায় না।
--------------------------------------------------------------------------
Ripon Canada: Family's tradition and honesty is the main environment for the good grows of a family.
Categories: Brief Stories, Part -1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.