|
প্রসঙ্গ ডাক্তার জাকির নায়েক। তিনি আজ পর্যন্ত যত বিতর্কে অংশ নিয়েছেন তার কোনটিতেই হারেন নি আলহামদুলিল্লাহ।
.
খৃস্টান ধর্মবেত্তা ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল ইসলাম ধর্মে দীক্ষিত ডাক্তার মরিস বুকাইলের লেখা ''কুরআন,বাইবেল ও বিজ্ঞান'' গ্রন্থে কুরআনের বৈজ্ঞানিকতাকে চ্যালেন্জ করে জবাব দিয়েছিলেন এবং কুরআনের কিছু কথিত ভুল ধরেছিলেন।
.
তিনি-ই ডাক্তার জাকির নায়েক যিনি উন্মুক্ত বিতর্কে ডাক্তার ক্যাম্পবেলের কুরআনের নির্ভুলতা চ্যালেন্জ করা যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছিলেন এবং বাইবেলের ৩৭টি ভুল ধরে ক্যাম্পবেলকে নাস্তানাবুদ করেছিলেন।
এরপর তিনি উন্মুক্ত বিতর্কে হিন্দু পন্ডিত রবিশণ্করের ধুতিও খুলে নেবার অবস্থা করেছিলেন।
.
ডাক্তার জাকির নায়েক বিতর্কে চ্যালেন্জ করেছিলেন বৌদ্ধ গুরু দালাইলামা এবং বাংলাদেশী নারীবাদী পতিতা তসলিমা নাসরিনকেও। কিন্তু তাদের সে হেডামে ধরে নি যে জাকির নায়েকের সামনে এসে কুরআন বা ইসলামের ভুল ধরিয়ে দিয়ে ফেরত যাবে,তাই তারা চ্যালেন্জ গ্রহণ করেন নি। তসলিমাদের দৌড় বই লেখা আর ব্লগ লেখা পর্যন্তই।
.
কিন্তু কথা হলো কিছু ফেসবুকীয় গ্র্যান্ড মুফতি জাকির নায়েককে ফেরকা,ফারাক্কা,গোমরা,ইহুদিদের দালাল,আমেরিকার দালাল ডেকে নিয়মিত ফতোয়া দিয়ে আসছে।
শোন,তোমাদের সামনাসামনি ক্যাম্পবেল বা তসলিমা নাসরিন না,ফেইক আইডি সাদিয়া এসেও যদি হ্যান ত্যান বলে কুরআনের ভুল দেখায় তাহলে লেজেগোবরে করে পালিয়ে যাবে,নাস্তিক বা বিধর্মীদের প্যাঁচানো প্রশ্নের জবাব দেবার হেডাম তোমাদের নেই।
.
সশ্রদ্ধভাবে বলছি যে আমাদের অনেক শ্রদ্ধ্যে আলেমের ও সেই ক্ষমতা নেই যে ইসলাম ও কুরআনকে বিজ্ঞানসম্মতভাবে ব্যখ্যা করবেন,কেননা তারা মাদ্রাসাতে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষাকে ট্যাবু করে রেখেছেন। এসব নাকি খৃস্টানদের বিদ্যা।
সব কথার শেষ কথা হলো যে তোমাদের পা যত লম্বা হয়নি,ততবড় লাফ দিতে যেওনা…গর্তে পড়ে যাবে। এমনকি নাস্তিকেরা
.
পর্যন্ত এপর্যন্ত জাকির নায়েকের যুক্তি খন্ডন করতে পারেনি,কেবল তার নামকে বিকৃত করে। তোমরা আগে ফেসবুকেই নাহয় নাস্তিকদের ও হিন্দুদের প্রশ্নের জবাব দিয়ে কোণঠাসা করে নিজের যোগ্যতার প্রমাণ দাও,এরপর আসিফ মহিউদ্দীন,জাফর ইকবালদের ধুতি ধরে টান দিয়ে প্রমাণ করে দাও যে তুমি ইসলামকে বিজ্ঞানসম্মতভাবে নির্ভূল দেখাতে পারো; তারপর জাকির নায়েককে নিয়ে কথা বলো।
.
তোমাদের মতো ভন্ডদের দৌড় কতদূর আমার জানা আছে। যাও আমি তোমাদের চ্যালেন্জ দিলাম,আমি নাস্তিক হিসাবে তোমাদের প্রশ্ন করবো কুরআন আর ইসলাম নিয়ে। যদি যথাযত উত্তর দিতে পারো তাহলে তুমি প্রমাণ করে দেখাবে যে জাকির নায়েক কিভাবে ইসলামের ক্ষতি করছে,নাহলে তুমি জাকির নায়েকের জাইঙ্গার সমান যোগ্যতাও রাখোনা.
Categories: Religious , Part-1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.