|
প্রতি বছর আজকের এই দিন টার জন্যে আমিও সবার মত অপেক্ষা করতাম।
ঈদের আগের দিন রাতে অনেক মজা করার পরেও আমার রাত টা খুব কষ্টে কাটতো কারন অপেক্ষায় থাকতাম সকাল ৬ টা কখন হবে।
.
ঈদের দিন সকাল ৬ টায় আমার কলিজা বাবা আমায় নতুন কচকচে টাকার বান্ডেল সালামী দিতো আর সেই সালামীর প্রতিক্ষায় আমি প্রহর গুনতাম ,মেহেদী পরা হাত বাবা খুব পছন্দ করতো তাই সারারাত পারলে মেহেদী দিতাম,নতুন ড্রেস নিয়ে থাকতে দেখলে বাবা খুব হাসতো তাই নতুন ড্রেস নিয়ে বাবার সামনে ঘুড়াঘুড়ি করতাম ! অথচ আজ আমি আর কিছু করিনা আগের মত ! মেহেদীও পরিনা ঈদ উপলক্ষে , ঈদের ড্রেস ও পরিনা ।বাকি ৮/১০ টা দিনের মত-ই এই দিনটি আমার কাছে ।
.
বাবা নাই আমার লাইফে কোনো টুইস্ট নাই। সত্যিই বাপ হারা যে তার কিসের সুখ তাই নসিবে বড় দুখ !!!
অনেক অনেক মিস করছি বাবা তোমাকে ,এই ঈদের দিনে আল্লাহর কাছে একটাই চাওয়া তিনি যেন তোমাকে বেহেস্ত নসিব করেন ।
.
Love you sooo much papa,missing you lot.
Categories: Brief Stories, Part -1
The words you entered did not match the given text. Please try again.
If you are the site owner, please renew your premium subscription or contact support.
Oops!
Oops, you forgot something.