|
![]() |
.
আজ 'কার্তিক' পুতুলের পুজো।
.
শহুরে মধ্যবিত্ত হিন্দুর এই জাতীয় পুতুল খেলার শখটা একটু বেশি। আসলে সেলিব্রেট করার একটা বিষয় চাই আরকি। শহুরে বাজারে যে পরিমাণে এই পুতুল বিক্রি হচ্ছে গ্রামের হাটে-বাজারে তা নয়। আজ বাজারে গিয়ে দেখলাম হাজার হাজার কার্তিক।
|
![]() |
"আমি কোন ধর্মের অন্তর্ভুক্ত নই।"
.
নাস্তিকদের ফাঁসি ও শাস্তি দাবী করার সময় - হেফাজতে ইসলাম ও ইসলামী সন্ত্রাসী মৌলবাদীরা - ঐ সব আয়াত বিবেচনা করে না। বরং তারা - ঐ সব আয়াতের ব্যাপারে একেবারে নিশ্চুপ।
.
ঐ সব আয়াতে কি আছে দেখুনঃ
.
[সূরা বাক্কারাহ: আয়াত ২৭২] "তাঁহাদের হেদায়েতের দায়িত্ব আপনার উপর নয় বরং আল্লাহ-ই একমাত্র যিনি যাঁকে ইচ্ছা হেদায়েত দান করেন...।"
.
[সুরা কাসাস: আয়াত ৫৬] "হে মুহাম্মদ, ......তুমি তাকে সৎ পথে আনতে পারবে না। একমাত্র আল্লাহ্ যাকে চাইবেন তাকে সৎপথে আনবেন।"
.
[সুরা রা´দ: আয়াত ৪০] "(হে মুহাম্মদ;), তোমার কাজ শুধু আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, আর বাকি হিসাবনিকাশ তো আমার কাজ।"
.
[সুরা শুরা:আয়াত ৪৮] "হে মুহাম্মদ, আমি তোমাকে মানুষের নিয়ন্ত্রনকর্তা করে পাঠাইনি। আপনার একমাত্র কাজ আল্লাহর বাণী সরবরাহ করা।"
.
[সুরা জিন: আয়াত ২১-২৩] "বলুন হে মুহাম্মদ, আমি তোমাদের সুপথে আনার মালিক নই।....বলুন, আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমার কাজ।"
.
[সূরা আল-ইমরান : আয়াত ২০] " যদি তারা আপনার সাথে বিতর্ক করে ..... যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনার দায়িত্ব শুধু আল্লাহর বাণী পৌঁছে দেয়া। আর আল্লাহ্ তার বান্দাদের প্রতি সু-দৃষ্টি রাখেন।"
.
[সূরা মূলক: আয়াত ২৬] "বলুন হে মুহাম্মদ, এ সম্পর্কিত সকল জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং আমি শুধু সাবধানকারী মাত্র।"
.
[সূরা হজ্জ : আয়াত ৪৯] "বলুন হে মুহাম্মদ, আমি এসেছি তোমাদের কাছে শুধু একজন সাবধানকারী হিসাবে।"
.
[সূরা গা-শিয়াহঃ আয়াত ২১-২২] "আপনি উপদেশ দিন, আপনার একমাত্র দায়িত্ব উপদেশ
.
সরবরাহ করা। আপনার কোন ক্ষমতা নাই তাদের উপর (আপনি তাদের দায়িত্ব প্রাপ্ত নন।"
.
[সূরা ফা-ত্বিরঃ আয়াত ৮-৯] "..... আল্লাহ যাকে চান বিভ্রান্ত করেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। সুতরাং আপনি তাদের ব্যাপারে দুঃখ করে নিজেকে ধ্বংস করবেন না। যে যা কিছু করে আল্লাহ-ই ভাল জানেন।"
.
[সূরা ইউনুছঃ আয়াত ১০০] "কোন ব্যক্তি ঈমান আনবে না যতক্ষন না আল্লাহ ইচ্ছা করবেন।"
.
[সূরা দাহর : আয়াত ৩০] "আর আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের মনের কোন ইচ্ছা কার্যকর হবে না। নিশ্চয় আল্লআহ্ মহাজ্ঞানী, বিজ্ঞ।"
.
[সূরা মুযাম্মিল: আয়াত ১৯] "আল্লাহর তরফ থেকে এটা উপদেশ, যার যেমন ইচ্ছা, সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করুক।"
.
[সূরা মুদ্দাচ্ছির : আয়াত ৩৮] "প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কাজের জন্য দায়ী হবে।"
.
[সূরা ইউনুছ : আয়াত ৯৯] " যদি আল্লাহ চাইতেন তবে পৃথিবীর সকল মানুষ ঈমান আনতো। তবে হে (মুহাম্মদ আপনি কি তাদেরকে ঈমান আনতে বাধ্য করবেন?"
.
[সূরা কাহ্ফ : আয়াত ২৯] "বলুন, সত্য আল্লাহর থেকে এসেছে, যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা অ-বিশ্বাস করুক.......।"
.
[সূরা বাকারা : আয়াত ২৫৬] " ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই; নিশ্চই সঠিকপথ ভুল পথের থেকে পৃথক। যে ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে সে এমন শক্ত হাতল ধরল যা ভাঙ্গবার নয়। আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"
.
[সূরা কাফিরুন : আয়াত ৫-৬] "আর তোমরাও তার ইবাদত কর না যার ইবাদত আমি করি। তোমার ধর্ম তোমার জন্য এবং আমার ধর্ম আমার জন্য।"
.
[সূরা ফুরকান : আয়াত ৫৬] " হে মুহাম্মদ আপনি বলুন, আমি আপনাকে শুধু সু-সংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। বলুন, আমি এজন্য কোন পুরষ্কার চাইনা । শুধু এটুকু চাই যে, যে চায় সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করুক।"
|
![]() |
ফারুকী দাজ্জাল মিথ্যাচার করেছেন
.
মুজাফফর বলছেন, তায়েফের এক বুড়ি ১২৫ কিলোমিটার দূরে গিয়ে মহানবী (স.) চলার পথে বড়ই কাঁটা দিতে পারেন না। আর ওই বড়ই গাছ তায়েফের পাহাড়ি এলাকায় থাকতে পারে না। আবু জাহেলের বাড়ি নিয়েও মাওলানা ফারুকী দাজ্জাল মিথ্যাচার করেছেন।’ ফাঁসির কাষ্ঠে যেতে রাজি আছি বলে মুজাফফর বলেন, ‘ এই দাজ্জাল বাংলাদেশে থাকতে পারে না।’
.
ইসলামি বক্তা মুজাফফর বিন মহসিনের বাড়ি রাজশাহী। তিনি মাঝে-মধ্যে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ কয়েকটি এলাকায় আসতেন। মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের পর তার বিরুদ্ধে ওয়েবপেজ, ব্লগ ও ফেসবুকে অপপ্রচারের বিষয়টি তদন্তে উঠে এসেছে। ফারুকীকে মাজার পূজারি, দাজ্জাল, খাজাবাবাসহ বিভিন্ন নাম দেয়ার পাশাপাশি হত্যার হুমকি দেয়া হয়েছে।
|
![]() |
মানুষ ও পশুর মধ্যে পার্থক্য এই কারনে যে, মানুষ ধর্মকর্ম মেনে বিয়ে করে কিন্তু পশুদের যা করতে হয় না। আর যেহেতু বিয়ে অাল্লাহুতালার প্রদত্ত নিয়ামক, তাই প্রতিটি পূরুষের পাজরের হাড় থেকে তার স্ত্রীকে অাল্লাহু সৃষ্টি করেন। তাই মানুষ যেমন চরিত্রের হয় তার জীবনসঙ্গীও সেই রকমের হয়, যা প্রবিত্র কুরাআনে উল্লেখ করা হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মত মধুর ও সুখের সম্পর্ক যেমন এই পৃথিবীতে হয় না, তেমনি এমন বিষাক্ত ও দুঃখের সম্পর্কও এই দুনিয়াতে হতে পারে না। যে পুরুষ অাল্লাহুকে ভালবেসে আল্লাহুর নির্দেশিত পথে চলবে, তার স্ত্রীও তার মত হবে এবং একটি সুখি সংসারের অধিকারী হবে। একটি সুখের ও শান্তির সংসার হলো দুনিয়ার বেহেস্ত, তেমনি একটি দুঃখের ও অশান্তির সংসার হলো দুনিয়ার বুকে দোজখের মত। আমাদের কর্মের মধ্যমেই আমরা নিজেদেরকে দুনিয়ার বেহেস্তের অধিবাসী বা দুনিয়ার দোজখের অধিবাসী করতে পারি। তাই আমাদের উচিত অাল্লাহুকে ভালবেসে আল্লাহুর নির্দেশিত পথে চলা। কারন যে পুরুষ অাল্লাহুকে ভালবাসবে সে অবশ্যই তার স্ত্রীকে ভালবেসে এবং একটি সুখের সংসার গড়ে তুলতে চেষ্টা করবে। তেমনি যে পুরুষ আল্লাহুর নাফরমানি করে নিজের চরিত্রকে নষ্ট করবে, সেও তেমনি একজন নষ্টা চরিত্রের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাবে। এটা আমার কথা নয়, এটা কুরাআনের মাধ্যমে অাল্লাহু উল্লেখ্য করেছেন। তাই আমাদের উচিত অাল্লাহ কাছে তওবা করে নিজের চরিত্রকে সংশোধনের চেষ্টা করা। যা অামাদেরকে এই দুনিয়াতে একটি সুঃখের সংসার গড়ে তুলতে সাহায্য করবে।
|
![]() |
.
May Allah guide these people
.
Muslims are even encouraged to be kind to animals and are forbidden to hurt them. Once the Prophet Muhammad pbuh said: “A woman was punished because she imprisoned a cat until it died. On account of this, she was doomed to Hell. While she imprisoned it, she did not give the cat food or drink, nor did she free it to eat the insects of the earth.”
.
He also said that a man gave a very thirsty dog a drink, so Allah God forgave his sins for this action. The Prophet, may the mercy and blessings of Allah God be upon him, was asked, “Messenger of Allah God, are we rewarded for kindness towards animals?” He said: “There is a reward for kindness to every living animal or human.”
.
Additionally, while taking the life of an animal for food, Muslims are commanded to do so in a manner that causes the least amount of fright and suffering possible. The Prophet Muhammad pbuh said: “When you slaughter an animal, do so in the best way. One should sharpen his knife to reduce the suffering of the animal.”
|
![]() |
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।” ---[মুসলিম শরীফ]
|
![]() |
.
Christian Boy Dies For 3 Minutes, Meets Allah in Heaven
.
A young Christian boy who briefly died on a surgeon’s operating table this weekend says he met someone named Allah in heaven.
.
Bobby Anderson, the son of a well-known Christian pastor in Atlanta, suffered internal injuries from an automobile accident and was technically dead for 3 minutes before being resuscitated. During that time the 12-year-old claims he visited the afterlife and spoke to several leading figures of the Islamic religion.
.
Coulton’s story was told in the popular book Heaven is For Real, which is now a major motion picture starring Greg Kinnear and Thomas Hayden Church.
|
![]() |
আপা থামেন -
হুদা মাথা ঢাকলেই হিজাব হয় না... এদের উদ্দেশ্য কি হিজাব পড়া, বোরকা পড়া বা পর্দা করার ?? আমাদের চারপাশে এই রকম অনেকেই ই আছেন। যারা পর্দার অর্থই বদলে দিয়েছে...
.
হিজাব/বোরকা বা পর্দার উদ্দেশ্য, নিজের আবেদনময়ী শরীর অন্যের কাছে উপস্থাপন করা নয় বরং তা আড়াল করা। কিন্তু, কিছু কিছু নারী এমন ভাবে হিজাব/বোরকা পড়ে তাতে সে নিজেকে আরো আবেদনময়ীভাবে প্রকাশ করে।
.
ধিক্কার জানাই ।।
ধিক্কার জানাই, ঐ সব নারীদের যারা পর্দাকে স্টাইলে পরিবর্তন করেছেন ...
If you are the site owner, please renew your premium subscription or contact support.