|
![]() |
.
সরকার বলছেন তারা দারিদ্রমোচন করবেন। নির্বাচনী ইশতেহারেও এ কথা ছিল তাদের। রাজৈনিতক বৃহত্তর দল বিএনপিও বলেছন তারা ক্ষমতায় থাকা অবস্থায় দারিদ্রমোচন করেছন। আবার বর্তমান জাতীয় সংসদের প্রধান বিরোধীদল দাবি করেন তাদের ৯ বছর শাসন আমলে দেশের দারিদ্রতা কমিয়েছন। জাপার চেয়ারম্যান এরশাদ বলছেন তারা জনগনের জন্য এবং দুখি অসহায় মানুষের জন্য রাজনীিত করেন।
.
অপরদিকে রাষ্ট্রের আছে নারী ও শিশু মন্ত্রনালয়। শিশু অধিকার নিশ্চিত করতে শিশু অধিকার নীতিমালা ও রয়েছে। এই ছবি কী বলে শিশু অধিকার কী নিশ্চিত হচ্ছে বা হয়েছে? এই ছবি বলে দেয় কী কেউই জনগনের জন্য রাজনীিত করে না। রাজনীিত করেন তাদের আয়ের জন্য। বন্ধু রা কী বলেন?
|
![]() |
.
দেশে নারী ও শিশু মন্ত্রনালয় আছে। শিশুদের জন্য সরকার প্রতিবছর বাজেটে মোটা অংকের টাকা বরাদ্দ রাখেন। শিশি অধিকার আইন ও নীতি মালা ও রয়েছে।ওই মন্ত্রনালেয়র মানণীয় সচিব মহাদয়ের কাছে প্রশ্ন রাখছি টাকাগুলো কোন খাতে ব্যায় করছেন? এই ছবিটি দেখে আপনার শিশুর কথাটি ভাবছেন। তবে আমার ধারনা আপনার ভাবার কথা নয় কারন আজকাৈল আপনারা সনদ জালিয়াতি করে এসব টাকা চুরি আর সরকারী অন্যান্য সুযােগসুবিধা নিচ্ছেন। তারপরও আপনার প্রতি অনুরোধ যখন আপনার অহংকার অহমিকা ছিলনা, চাকরিতে ডুকেন নি তখনকার কথা চিন্তা করে এসব শিশিদের জন্য কিছু করবেন?
|
![]() |
.
সকাল থেকে সন্ধ্য পর্যন্ত এই মেয়েটি মগবাজার মোড় থেকে রমনা থানার দিক যেতে হাতের ডানে ফুট পথে দাড়ীয়ে থাকে। মানুষ দু এক টাকা দেয় তা দিয়ে মা ও ছোট ভাইয়ের খাবার জোগায়
|
![]() |
.
বস্তিতে বৈধভাবে পানি সরবরাহ করা হবে
।
আগামী বছরের মধ্যে সব বস্তিতে বৈধভাবে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তিসহ বেশকিছু বস্তিতে ইতোমধ্যে বৈধভাবে পানি সরবরাহ করা হচ্ছে। বাকি বস্তিগুলো বিবেচনাধীন।
|
![]() |
.
রাত ১০ টা। ঠান্ডা হাওয়া বইছে।শাহাবাগ মোড়ে শত শত মানুষ। তারা কেউ আসছে আড্ডা দিতে কেউ দাড়িয়ে আছে গাড়ীর জন্য। এই শিশুটি ঠান্ডা র মধ্যে বসে আছে ফুলের মালা বিক্রি করার জন্য। শিশুটির চোখে মুখে ক্ষুধা ও হতাশার ছাপ। জীবন আনন্দের কোনাটাই নেই তার মধ্যে। এই- তো জগত সংসার। জগতের মালিক খেলছে খেলা উপরে বসে।
|
![]() |
.
Me: ‘Do you know who is in your T-shirt’?
Ridoy: ‘Spider man!’
Me: ‘What does Spider man do?’
Ridoy: ‘He is selling water!’
|
![]() |
টোকাই
.
পাতা কুড়ায় কাগজ কুড়ায়
ফুরায় বয়স তার,
এতিম ছেলে টেকো টোকাই
খাবার জোগায় মা"র ।
.
দিন দুপুরে এই নগরে
দানব গাড়ির চাকা,
থেতলে দিলো টোকাইটাকে
সাক্ষী নগর ঢাকা ।
.
সাক্ষী থেকো মহানগর
কোটি মানুষ জন,
বাঁচতে এসে মরলো শেষে
মায়ের বুকের ধন ।
.
টিভিতে তার নাম যাবে না
কাগজে নেই ফটো,
শিশুদিবস - সেমিনারের
থাকবে খবর কতো । !!!
|
![]() |
.
ভাত দে হারামজাদা না হয় মানচিত্র খা্বো
|
![]() |
.
পার্কে (Poor People's Park -PP Park)
.
অটল ,পটল , আবুল , কাবুল খেলবি তোরা আর কে ?
জলদি করে , আয় চলে আয় , গরীবের এই পার্কে ----
টি-টি নাই ,টাকাও নাই ---
মামা ,চাচা ,কাকাও নাই ,
খেলতে ,খেলতেই এগিয়ে যাব , ভয় পাব না মারকে।
|
![]() |
'মরিচ বেশি না দিলে, দুই পোলা সব খাইয়া ফেলবো, থকন বাকীদের না খেয়ে থাকা নাগবো' -রমিছা বেগমের এই একটা লাইন-ই পুরো রিপোর্টের মূল কথা।
.
২মুঠ বাদাম ভর্তায় গোটা বিশেক শুকনো মরিচ... বাংলাদেশের প্রান্তিক জনগোষ্টীর খাদ্য চিত্র।
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন? খাদ্য কি কেবল-ভাতকে বোঝায়?
__ আজ বিশ্ব খাদ্য দিবস __
কৃতজ্ঞতায়ঃ
প্রিয় সাংবাদিক শাহেদ আলম।
http://www.nipunservices.com/apps/videos/videos/show/18734913-food-sufficiency-vs-ground-reality-1
|
![]() |
.
কষ্ট জীবন
.............রেজিনা ইসলাম
.
তোমার আছে অট্টালিকা , শুভ্র কোমল বিছানা
কষ্টে ভরা ওদের জীবন , তাকিয়ে দেখ মিছা না
ভাঙ্গাচোরা জীবন খানা , স্যাঁতস্যাঁতে ওই আবাসে
মিলে মিশে একাট্টা , দুখ সাগরে গা ভাসে।
.
স্বপ্ন নেই, স্বপ্ন নেই, কষ্টে জীবন ঝাঁঝরা ফুটোয়
ওদের শ্রমে তোমার দেখ, ডলার পাউন্ড হাতের মুঠোয়
প্রতিবাদে টুটি চেপে , মুখে বল " চোপ ওরে "
হাড্ডি পিঠে সিঁড়ি রেখে, তোমরা ওঠ ওপরে।
.
ভূখা পেটে হতাশ মুখে, ওরা কেমন অসহায়
চোখ রাঙিয়ে সিংহাসনে, তোমরা খালি বস হায়
ন্যায্য কথা বলতে গেলে , চাপাও খড়গ কিল-অ্যাকশনে
দামটা ওদের একবার-ই হয় , ভোটা ভুটি ,ইলেকশনে।
|
![]() |
গতকাল প্রায় ৩৫০ জন পথশিশু কে ঈদ এর নতুন জামা দিতে পারলাম . আল্লাহর কাছে হাজার শুকরিয়া , যে তিনি আমাকে এই সুযোগ টা দিয়েছেন .... এই পোশাক গুলো পেয়ে বাচ্চা গুলো যখন হাসছিল ... তখন নিজের চোখেই পানি চলে আসছে .. ...
.
এর মাঝে একজন প্রতিবন্ধী শিশু কে যখন নতুন পাঞ্জাবি পরিয়ে দিলাম তখন খুশি তে তার মা এর চোখে পানি দেখেছি আমি... প্রতিবন্ধী সেই ছেলে টা কথা বলতে পারে না... ভালো ভাবে দেখতেও পারে না... কিন্তু নতুন পাঞ্জাবি পেয়ে সে বার বার পাঞ্জাবি টা হাত দিয়ে ধরে দেখছিল আর খুশিতে হাসছিল.... তার মুখে এত টুকু হাসি ফোটাতে পারা টা এখন পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন .. আল্লাহ কে আবারও হাজার শুকরিয়া যে তিনি আমাকে এই সুযোগ টা দিয়েছেন ...... আশা করি ঈদ এর আগে আমার সামর্থ অনুযায়ী আরো অনেক পথ শিশুর হাতে নতুন জামা তুলে দিতে পারব...... একটু হাসি ফোটাতে পারব তাদের মুখে ....
|
![]() |
.
যে বাসায় কাজ করি, ওই বাসায় রান্না করি। তারপর যখন মাংস দেয় ওইটা আনি। তারপর রাতে রান্দি, পোলাপানদের খাওয়াই, আর কী করুম
সলিমা বেগম, বস্তিবাসী
|
![]() |
আজ ৫ অক্টোবর। দুপুর ১২ টায় পল্টন মোড়ে চি খাচ্ছিলাম। ওই সময় একজন বৃদ্ধা মহিলা এসে আমার কাছে ভিক্ষা চাইলেন। বৃদ্ধার দিকে তাকিয়ে দেখলাম বয়সের ভারে সে গুজা দিয়া গেছেন। গায়ের চামরা ঝুলে গেছে।তাকে আমি ২০ টাকা দিলাম। প্রথমে তিনি টাকা ধরতে গিয়ে একটু চমকে উঠেন। এক পর্যায় বৃদ্ধা বিরবির করে কি জানি বলে তার বুকে হাত রাখেন। আমি বল্লাম ধরে চাচি টাকা নিন। তিনি টাকা নিলেলন। পরে বৃদ্ধা আমাকে বেলন বাবা ক্ষুদ্ধার জ্বালা সওয়া যায়, কাপড়ের জ্বালা সহ্য করা যায়না। আমার কাপড় নেই বাবা। বৃদ্ধার এই কথাটি আমাকে খুবই আহত করেছে। বৃদ্ধাকে আমি কাপড় কিনতে ৫০০ টাকা দিলাম। সে যে হাসি দিল মনে হলো চাঁদ জমিনে নেমেছে। আজ সমস্থ দিন বৃদ্ধার উক্তি ' ক্ষুধার জ্বালা সহ্য করা যায় কাপড়ের জ্বালা সহ্য করা যায়না' নিয়া ভাবলাম। জগত সংমারে কত মানুষ কত ভাবে অসহায়।
|
![]() |
.
বৃদ্ধার বয়স ৮৫ বছর। কেউ নেই। বস্তিতে থাকে গতকাল তার থাকার জায়গাটি ভেঙ্গে ফেলেছে রেল কতৃপক্ষ।
|
![]() |
.
কাচের দেয়ালে যারা থাকেন তাদের চোখ অন্ধ হয়ে যায় ওদের দেখে।
|
![]() |
.
এই মহলিা মৎস্য ভবনরে সামনে পান সগিারটে বিক্রি কর। থাকে ফুটপথ।ে প্রধান মন্ত্রী সচিবালয় যাবেন। সে জন্য পুলিশ তাকে পান সিগারটে বিক্রি করতে বসতে দেয়ন। এই সময় টুকু একটি বেঞ্চে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছেন। কত কষ্টের জীবন। ভেবে দেখুন।
|
![]() |
.
বন্ধুরা এই ছেলিটি আমাকে বললো স্যার একটি জামা কিনে দিবেন? জবাবে বল্লাম হ্যা দেব। খুবই খুশি হলো ছেলেটি। জিজ্ঞাস করলাম ফুল বেচে টাকা কী করো। মাকে দেই। আমি রোজা আছি। মা অসুস্থ আমি লেখা ড়া ও করি। ক্লাস ৫ এ পড়ি। মাকে একটা কাড় কিনে দেব। দুনিয়ায় কত মানুষ কত কষ্টে জীবন যাপন করে থাকে আমরা কী তার খোজ নেই। সংসদে যারা যায় তারা কী খোজ রাখে?
|
![]() |
এটা আফ্রিকার কোন দেশের চিত্র না।
.
এটা পৃথিবীর এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মানুষ ৭৫০০০ টাকা দিয়ে কনসার্ট দেখে, যে দেশের মানুষ গিনেস বুকে নিজের নাম উঠানোর জন্য ৯০ কোটি টাকা খরচ করে।
.
এটা এমন এক দেশের চিত্র যে দেশের মানুষ ৩০০ টাকা দিয়ে সিনেমা দেখে কিন্তু ভিক্ষুককে ২ টাকা দিতে গড়িমসি করে।
.
এটা এমন এক দেশের চিত্র যে দেশের তরুণরা ১০০০ টাকা খরচ করে গার্লফ্রেন্ডের সাথে চাইনিজ খাই, এটা এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না।
.
কোথায় হারাল মনুষ্যত্ববোধ ? কোথায় গেল মানবতা ?
------------------------------------------------
Rozob Ali আমি ঢাকাতে থাকার সময় মিরপুর ২নংএর পোষ্ট অফিসের পাসের গোলিতে এর থেকে খারাপ দৃশ্য প্রতি দিন দেখতাম। তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। সেই দিনগুলো আমি এই রাস্তা দিয়ে হেটে বি আই বি এম অফিস করতাম। তখন এই দৃশ্য দেখে আমার বুকের ভেতর মোচড় দিত, মাথা থেকে পা পয'ন্ত কাপন ধোরত, চোখে
.
জল আসতো। এখোন মনে হলে এই একই অনুভুতি হয়! ভাইএরা আমার আমরা সাধারণ জনগন যদি যুদ্ধ করে এই বাংলাকে স্বাধীন করতে পারি,তাহলে এই অসহায় মানুষগুলোর দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা কি করতে পারিনা? আসুন ভাইএরা আমার আমরা এই বাংলার মটিতে আরএকটি যুদ্ধ করি। যেখানে কোন সরকারের প্রয়োজন হবেনা, আমরা সাধারন জনগনই যথেষ্ট।
---------------------------------------------------------------------------------
AL Imran Hossain কেউ টাকার পাহাড় গড়বে, আর কেউ না খেয়ে মারা যাবে,তবু আমাদের সরকার ডিজিটাল ডিজিটাল বলে চিৎকির দেবে। হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে তবুও আমাদের ওইদিকে তাকাবো না,আমরা গিনেস বুকে রেকর্ড করার জন্য শত শত কোটি টাকা ব্যয় করতে পারি। আমরা কতটা নির্লজ্জ হলে এমন করতে পারি।
------------------------------
SK Shahid আরে ভাই কি বলব আর। আমাদের দেশের রাজনীতিবিদরা সংসদে গিয়ে বলে দেশের অবস্থা নাকি অনেক ভাল।আরে তোরা দশ তলায় থাকস তো নিচতলার খবর রাখস না।তোরা ব্যক্তি স্বার্থটাকেই দেখছ।একবার ওকি দেশের সাধারন জনগণ দিকে তাকিয়ে দেখ..ছ যে তারা কি অবস্থায় আছে? নির্বাচন আসলে তে ওদের পায়ে গিয়ে ধরছ।
If you are the site owner, please renew your premium subscription or contact support.