Nipun Services
  Toronto, Ontario, Canada
  A  House of  Quality & Trust

  Nipun  Services

  Provide accurate services

News and Views Post New Entry

Kazol Dada

Posted by Nipunservices on November 21, 2014 at 11:10 AM Comments comments ()

পেটব্যথা বা পেটফাঁপা হলে

.

হঠাৎ করে অনেকেরই পেটব্যথা করে বা পেট ফেঁপে ওঠে। হাতের কাছে হয়তো এন্টাসিড জাতীয় কোনো ওষুধও থাকে না। তখন এক কাপ গরম পানির মধ্যে এক চা চামচ জিরার গুঁড়ো ছেড়ে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর চামচ দিয়ে নেড়ে জিরার গুঁড়োসহ সবটুকু পানি পান করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেটফাঁপা চলে যাবে ও পেটব্যথা সেরে যাবে। জিরার গুঁড়া না থাকলে আস্ত জিরাও ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে জিরার পরিমাণ হতে হবে এক টেবিল চামচ ও পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। তারপর শুধু পানিটুকু পান করে নিলেই চলবে। ইন্টারনেট।

Dr. David B Allen:

Posted by Nipunservices on October 19, 2014 at 8:35 AM Comments comments ()

.

Doctor Suggests That Marijuana Can Protect You From Ebola

.

According to Dr. David B Allen:

.

“There is good scientific evidence that cannabinoids, and in particular Cannabidiol (CBD), may offer control of the immune system and in turn provide protection from viral infections (4). Cannabis has already been recognized to inhibit fungus and bacteria and can be considered a new class of antimicrobial because of the different mechanism of action from other antimicrobials.

.

Ebola is a complex RNA viral organism that causes the cell to engulf it by pinocytosis, and then the virus hijacks the cell to replicate itself. This replication can involve many mutations in the RNA code that make it difficult to impossible to create an effective vaccine. There are U.S. Patents showing evidence that Cannabinoids have significant anti-viral activity. ” (source)

.

How It May Work

.

He states how the Ebola virus causes the cell to produce proteins that hide the virus from the immune system, which allows the RNA virus to hide the infected cell by shielding it from view from the immune system.

.

He adds that the cause of death by this virus is the body’s own immune response to the actual viral infection itself by triggering the immune killer cells to release the cytokines they hold, which is termed a “Cytokine Storm.”

.

A cytokine storm forces the body into a toxic shock state, and causes small blood clots to form in all arterioles, which is called Disseminated Intravascular Coagulation (DIC).

http://www.collective-evolution.com/2014/10/18/doctor-suggests-that-marijuana-can-protect-you-from-ebola/


 

Will Handford

Posted by Nipunservices on August 22, 2014 at 4:35 PM Comments comments ()

.

First boil at least 3 liters of water, wash properly a green papaya of medium size, slice and remove the seeds, then cut into small cubes then place into the water and bring to boil, then add tea leaves (oolong) or green tea at least 5 bags similar to the tea making process. This is very effective for treatment of GOUT/URIC ACID. Frequently drinking this formula will heal the pain you've been suffering. Important point, skin of the papaya should be included !

Dosage: Drink frequently. About 3-4 glasses a day. After symptoms are cured, drink once every week to maintain alkaline state of the body.

...................................

Easier than this, simply eat 7 cherries a day...I've been a huge gout sufferer for years but since doing this a year ago haven't had a single outbreak. Cherries are meant to be better than any pharmaceutical drug for this...trust me...

Korolla

Posted by Nipunservices on June 20, 2014 at 8:55 AM Comments comments ()

রক্তের সমস্যা -

.

করলা রক্তকে বিশুদ্ধ করে। দুই আউন্স করলার রসের সাথে অল্প লেবুর রস মিশিয়ে প্রতিদিন খালি পেটে একবার পান করুন। ৪ থেকে ৬ মাসের মধ্যে রক্তের দূষিত উপাদান দূর হয়ে যাবে এবং এলার্জি জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

ডায়াবেটিস

.

করলা এডিনোসিন মনোফসফেট অ্যাকটিভেটেড প্রোটিন কাইনেজ নামক একধরনের এনজাইম বৃদ্ধি করে শরীরের কোষগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। করলার রস শরীরের কোষের ভিতর গ্লুকোজের বিপাক ক্রিয়াও বাড়িয়ে দেয়। ফলে রক্তের চিনির পরিমাণ কমে যায়। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত করলার রস খেলে উপকার পাবেন।

চোখের সমস্যা

.

করলায় আছে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিন খুবই উপকারী। তাই যাদের চোখের সমস্যা আছে তাঁরা নিয়মিত করলা খেলে চোখ ভালো থাকবে।

.

রোগ প্রতিরোধ ক্ষমতা

.

নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত করলা খেলে সর্দি,কাশি, মৌসুমী জ্বর ও অন্যান্য ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

.

অরুচি

.

করলা একটি রুচি বর্ধক সবজি। বদহজম কিংবা জ্বর হলে অনেক সময় মুখের রুচি চলে যায়। রুচি চলে গেলে করলা খেলে মুখের অরুচি ভাব চলে যায়।

Rosun

Posted by Nipunservices on May 27, 2014 at 10:05 AM Comments comments ()

রসুন

.

চোখের সামনে পরিচিত একটি খাদ্য উপাদান রসুন। অনেকেই হয়তো এর গুনাগুন সম্পর্কে সামান্যও ওয়াকিবহাল নন। গবেষকরা বলছেন রসুন কেবল খাবারে সুঘ্রাণ ও স্বাদ দিয়েই ক্ষান্ত হয় না, রক্তে ক্ষতিকর এলডিএলের মাত্রা দারুণভাবে কমায়, আর উপকারী এলডিএলের মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণা বলছে আপনি যত বেশি রসুন খাবেন ততই আপনার উপকার। রসুনকে একটি স্বাস্থ্যকর খাবার হিসেবেই চিহ্নিত করেন গবেষকরা। আর এর সঙ্গে সুঘ্রাণ ও সুস্বাদকে বাড়তি পাওনা হিসেবেই মনে করেন তারা।

.

Adiat

Posted by Nipunservices on May 17, 2014 at 9:35 PM Comments comments ()

আপনার সন্তানের কম্পিউটার আসক্তি

.

কম্পিউটার যাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, তাদের বেশিরভাগই হলো শিশু-কিশোর। কেনইবা হবেনা, কম্পিউটারের সাহায্যে কি না করা যায়! গেমস খেলা, ছবি আঁকা, গান শোনা, সিনেমা দেখা আরও কত কি! তাই সহজেই এই বস্তুটির প্রতি আকৃষ্ট হয় শিশু-কিশোররা। এই আকর্ষণ আসক্তিতে পরিণত হতে পারে যদি এখনই সঠিক পদক্ষেপ নেয়া না হয়।

.

অনেক অভিভাবক মনে করেন তার সন্তানটি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকলে হয়তো বড় হয়ে একজন প্রোগ্রামার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন সে কম্পিউটারে আসলেই কি কোন শিক্ষামূলক কিছু করছে নাকি অযথা সিনেমা দেখে, গেমস খেলে সময় নষ্ট করছে। আর যদি ঘরে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে তো কথাই নেই, সারা বিশ্ব তার হাতের মুঠোয়। সারা বিশ্বের ভাল জিনিসগুলো যেমন তার হতের মুঠোয় আসতে পারে, তেমনি সারা বিশ্বের খারাপ জিনিসগুলোর প্রতিও তার আগ্রহ জন্ম নিতে পারে।

.

আপনার সন্তানের কম্পিউটার আসক্তি তাকে স্থুলকায় করে তুলতে পারে। পাশাপাশি কম্পিউটার সিনড্রম যেমন চোখ দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ ইত্যাদি যোগ করতে পারে বাড়তি দুশ্চিন্তা। এর প্রভাবে লেখাপড়ার অবস্থা কি হবে তা নিশ্চয়ই আর বলে দিতে হবেনা।

.

একথা সত্যি যে, কম্পিউটারের জ্ঞান থাকা এযুগে বাধ্যতামূলক। তবে এর জন্য যে কম্পিউটারকে আসক্তিতে পরিণত করতে হবে তা কেউই সমর্থন করবেন না। তাই আপনার সন্তানের কম্পিউটার ব্যবহার একটি নির্দিষ্ট মাত্রায় রাখুন। লক্ষ্য রাখুন আসলে সে কি করছে। কম্পিউটারের বিনোদনমূলক ব্যবহারের চেয়ে শিক্ষামূলক ব্যবহারে উদ্বুদ্ধ করুন।

.

অবসর সময়ে শুধু কম্পিউটারের সামনে বসতে না দিয়ে অন্যান্য খেলাধূলার প্রতিও আকৃষ্ট করার চেষ্টা করুন। আর সবশেষ এবং গুরুত্বপূর্ণ কথা, ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন।

 

Geneva (AFP)

Posted by Nipunservices on May 15, 2014 at 9:40 AM Comments comments ()

Alcohol kills one person every 10 seconds worldwide: WHO

Geneva (AFP) - Alcohol kills 3.3 million people worldwide each year, more than AIDS, tuberculosis and violence combined, the World Health Organization said Monday, warning that booze consumption was on the rise.

.

Including drink driving, alcohol-induced violence and abuse, and a multitude of diseases and disorders, alcohol causes one in 20 deaths globally every year, the UN health agency said.

.

"This actually translates into one death every 10 seconds," Shekhar Saxena, who heads the WHO's Mental Health and Substance Abuse department, told reporters in Geneva.

.

Alcohol caused some 3.3 million deaths in 2012, WHO said, equivalent to 5.9 percent of global deaths (7.6 percent for men and 4.0 percent for women).

.

In comparison, HIV/AIDS is responsible for 2.8 percent, tuberculosis causes 1.7 percent of deaths and violence is responsible for just 0.9 percent, the study showed.

.

On average, every person above the age of 15 worldwide drinks 6.2 litres of pure alcohol in a year, according to the report.Counting only those who drink though, that rises to 17 litres of pure alcohol each year.

.

But far from everyone indulges. Nearly half of all adults worldwide have never touched alcohol, and nearly 62 percent say they have not touched a drink in the past year, the report showed.

Dr. Altaf

Posted by Nipunservices on May 6, 2014 at 10:05 PM Comments comments ()

প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনার স্বাস্থ্য ঝুঁকি!

প্রস্রাবের রঙ দেখে জেনে নিন আপনার স্বাস্থ্য ঝুঁকি!

১। স্বচ্ছ/সাদাঃ আপনার প্রস্রাব যদি হয় স্বচ্ছ বা সাদা পানির মতন তবে আপনাকে সুস্থই বলা চলে। দেহে পানিশুন্যতা নেই। সুতরাং যে পরিমাণ পানি পান করছেন তা আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে কাজে দিচ্ছে বলাই বাহুল্য!

.

২। হালকা হলুদঃ এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়। তবে দেহ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যাবার জন্যে আরো খানিকটা পানি প্রতিদিন খাবার দরকার আছে আপনার।

.

৩। গাঢ় হলুদঃ এর অর্থ আপনার শরীর যথেষ্ট পানি পাচ্ছে না। আপনার দেহের পানিশুন্যতা রোধে দ্রুত যথেষ্ট পানি পান করা প্রয়োজন।

.

৪। বাদামী বা কালচে বাদামী আপনার প্রস্রাবের রঙ যদি হয় বাদামী বা কালচে বাদামী রঙের তাহলে বুঝতে হবে আপনি হয়তো লিভারের রোগে আক্রান্ত। অথবা চরম মাত্রার পানিশুন্যতাও এর আরেকটি কারণ হতে পারে। দ্রুত ডাক্তার দেখান।

.

৫। গোলাপী বা লালচেঃ আপনি যদি সম্প্রতি জাম বা বিট জাতীয় ফল না খেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। এর নানা কারণ থাকতে পারে। যেমন, কিডনির সমস্যা, মূত্রনালীর সংক্রমণ, টিউমার বা প্রোস্টেটের সমস্যা।

.

৬। ফেনাযুক্ত প্রস্রাবঃ সাধারনত কিডনির সমস্যার কারণে ফেনাযুক্ত প্রস্বাব হতে থাকে। এটি যদি নিয়মিত হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। প্রস্রাবের রঙ দেখে মূলত আপনার দেহের পানির ভারসাম্য বুঝতে পারবেন। তবে যদি এতে কোন অস্বাভাবিক কিছু দেখে থাকেন, তবে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন।

The cure for osteoarthritis

Posted by Nipunservices on March 18, 2014 at 10:00 PM Comments comments ()

Finitro Arthritis

 

 

Finitro Forte Plus Collagen Type II - The cure for osteoarthritis!

.

How does Finitro Forte Plus work?

.

Finitro Forte Plus is the only food supplement that contains glucosamine, chondroitin and Type II Collagen which is the principal component of cartilage. Supplementation of this high-quality Type II Collagen helps to reverse the deterioration of cartilage that causes arthritis. It also inhibits the autoimmune response in people who suffer from rheumatism, which helps to reduce inflammation of the joints. Finitro Forte Plus also contains MSM and herbs that have a powerful anti-inflammatory effect so most people who take it notice a definite reduction in their joint pain in a matter of days. Finitro Forte Plus is the most powerful remedy for joint pain.

 

Shaian

Posted by Nipunservices on March 18, 2014 at 5:55 PM Comments comments ()

চর্বিতে নেই হৃদরোগের ঝুঁকি!

এতোদিনের ধারণা ভুল প্রমাণিত হলো। চর্বিযুক্ত খাবার গ্রহণের সঙ্গে হৃদযন্ত্রের রোগের নাকি কোনো সম্পর্ক নেই। সম্প্রতি একটি দীর্ঘ গবেষণার ফলাফল এমনটাই দাবি করছে। অথচ কয়েক দশক ধরে এ বিশ্বাসই প্রতিষ্ঠিত যে, হৃৎপিণ্ড সুস্থ রাখতে হলে চর্বি এড়িয়ে চলতে হবে। 
 
 
একই সঙ্গে আরেকটি ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। যেমন বলা হয়, অসম্পৃক্ত চর্বি হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু প্রকৃতপক্ষে এটা এমন কোনো ভূমিকাই রাখে না। তবে এ রোগের ঝুঁকি কমাতে দুধের চর্বির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
 
 
অ্যানাল অব ইন্টারনাল মেডিসিন নামে একটি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক দলটি ১৮টি দেশের ৭২টি আলাদা গবেষণা থেকে তথ্য উপাত্ত নিয়েছে। যেখানে মোট অংশগ্রহণকারী রয়েছেন ৬ লাখ জন। আর এ কারণেই একে ‘মহা গবেষণা’ বলা হচ্ছে।
  
 
গবেষকরা দাবি করছেন, মাখন বা মাংসে থাকা সম্পৃক্ত চর্বি যেমন হৃদরোগের সঙ্গে সম্পর্কিত নয় তেমনি সূর্যমুখির তেল বা এজাতীয় অসম্পৃক্ত চর্বি হৃদরোগের ঝুঁকি কমাতেও কোনো ভূমিকার রাখে না।
 
  
তবে বিপরীতপক্ষে দুধে যে চর্বি থাকে যেটিকে বলা হয় মারগারিক অ্যাসিড তা হৃদরোগের ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকার রাখে। অপরপক্ষে পাম তেল ও পশুর দেহে যে সম্পৃক্ত চর্বি থাকে তার সঙ্গে হৃদরোগের একটা দুর্বল যোগাযোগ রয়েছে।
 
 
গবেষক দলটির প্রধান ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাজীব চৌধুরী বলেন, ‘আমরা খুব মজার একটা ফল পেয়েছি যা বৈজ্ঞানীক গবেষণার জন্য নতুনভাবে উৎসাহ দেবে। এটি পুষ্টি সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে নতুন করে সতর্কতার সঙ্গে পুনর্মূল্যায়নের তাগিদ দেয়।’

চর্বিতে নেই হৃদরোগের ঝুঁকি!

.

এতোদিনের ধারণা ভুল প্রমাণিত হলো। চর্বিযুক্ত খাবার গ্রহণের সঙ্গে হৃদযন্ত্রের রোগের নাকি কোনো সম্পর্ক নেই। সম্প্রতি একটি দীর্ঘ গবেষণার ফলাফল এমনটাই দাবি করছে। অথচ কয়েক দশক ধরে এ বিশ্বাসই প্রতিষ্ঠিত যে, হৃৎপিণ্ড সুস্থ রাখতে হলে চর্বি এড়িয়ে চলতে হবে।

.

একই সঙ্গে আরেকটি ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। যেমন বলা হয়, অসম্পৃক্ত চর্বি হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু প্রকৃতপক্ষে এটা এমন কোনো ভূমিকাই রাখে না। তবে এ রোগের ঝুঁকি কমাতে দুধের চর্বির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

.

অ্যানাল অব ইন্টারনাল মেডিসিন নামে একটি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক দলটি ১৮টি দেশের ৭২টি আলাদা গবেষণা থেকে তথ্য উপাত্ত নিয়েছে। যেখানে মোট অংশগ্রহণকারী রয়েছেন ৬ লাখ জন। আর এ কারণেই একে ‘মহা গবেষণা’ বলা হচ্ছে।

.

গবেষকরা দাবি করছেন, মাখন বা মাংসে থাকা সম্পৃক্ত চর্বি যেমন হৃদরোগের সঙ্গে সম্পর্কিত নয় তেমনি সূর্যমুখির তেল বা এজাতীয় অসম্পৃক্ত চর্বি হৃদরোগের ঝুঁকি কমাতেও কোনো ভূমিকার রাখে না।

.

তবে বিপরীতপক্ষে দুধে যে চর্বি থাকে যেটিকে বলা হয় মারগারিক অ্যাসিড তা হৃদরোগের ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকার রাখে। অপরপক্ষে পাম তেল ও পশুর দেহে যে সম্পৃক্ত চর্বি থাকে তার সঙ্গে হৃদরোগের একটা দুর্বল যোগাযোগ রয়েছে।

.

গবেষক দলটির প্রধান ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাজীব চৌধুরী বলেন, ‘আমরা খুব মজার একটা ফল পেয়েছি যা বৈজ্ঞানীক গবেষণার জন্য নতুনভাবে উৎসাহ দেবে। এটি পুষ্টি সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে নতুন করে সতর্কতার সঙ্গে পুনর্মূল্যায়নের তাগিদ দেয়।’

Zahiruddin Arif

Posted by Nipunservices on February 18, 2014 at 1:45 PM Comments comments ()

অভিজাত হোটেলে ফ্রেন্সফ্রাই খেয়েছেন? 
১০০ গ্রাম প্লেটের দাম কিন্তু ৫০ টাকা। মানে ১০০০ গ্রাম বা ১ কেজির দাম ৫০০ টাকা। সেই ১ কেজি ফ্রেন্সফ্রাইয়ের কাঁচামাল ১ কেজি আলুর দাম মাত্র ২ টাকা!!
বাচ্ছাদের প্রিয় পটেটু ক্রাকারসের দাম ১০ টাকা; তাতে থাকে মাত্র ২৫ গ্রাম আলু। মানে ১০০০ গ্রাম বা ১ কেজি পটাটু ক্রাকারসের দাম পরে ৪০০
টাকা। সেই ১ কেজি পটাটু ক্রাকারসের কাঁচামাল ১ কেজি আলুর দাম মাত্র ২ টাকা!! অথচ ১ কেজি আলুর উৎপাদন খরচ ৫ টাকা। কিন্তু ২ টাকায়ও সেই আলু বিক্রি করতে পারছে না আমাদের কৃষকরা!! 
আপনারা যে মোল্লা, কনফিডেন্স সল্ট খান তা ১ কেজির দাম ২৫ টাকা। কিন্তু জানেন কি, কুতুবদিয়ার লবনচাষিদের থেকে কেনা হয় ১ মন লবন মাত্র ১৫-২০ টাকায়। মানে ১ কেজি লবন কেনা হয় ৫০ পয়সায়। 
২০০ গ্রাম বোতলের টমাটোর সসের দাম ১০০ টাকা। ১ কেজি সসের দাম পড়ে ৫০০ টাকা। কিন্তু জানেন মৌসুমে কৃষকরা টমাটো ৫০ পয়সায়ও বিক্রি করতে পারে না। পানিকে বোতলজাত করে প্রতিলিটার পানি বিক্রি হয় ২০ টাকায়। 
আর পানি এবং খাবারের উৎকৃষ্ট আধার শসা কৃষক বিক্রি করে দাম ৩ টাকায়।

আমাদের রাষ্ট্র, অর্থনীতি, ব্যবসা, মুনাফা, লাভ কেবল ধনী, মালিকগোষ্ঠী, শিল্পমালিকদের জন্য। এখানে কৃষকরা কেবল উৎপাদন করবে আর ধুঁকে ধুঁকে মরবে। অথচ কৃষকই কোন জিনিস উৎপাদনে সবচে বেশি শ্রম দেয়। ৫ থেকে ৬ মাস টানা লেগে থাকে। বীজ থেকে উৎপন্ন দ্রব্য পুরো সময়টায় তার হাড়ভাঙ্গা খাটুনী। আর শিল্পমালিকরা মাত্র কয়েক মিনিটে প্যাকেজিং, লেবেলিং, কালারিং, মার্কেটিং করে কয়েকশো গুন লাভ করে ।। 
কৃষকদের এই নীরব শোষণ দেখার কেউই নেই।

//// Zahiruddin Arif

অভিজাত হোটেলে ফ্রেন্সফ্রাই খেয়েছেন?

১০০ গ্রাম প্লেটের দাম কিন্তু ৫০ টাকা। মানে ১০০০ গ্রাম বা ১ কেজির দাম ৫০০ টাকা। সেই ১ কেজি ফ্রেন্সফ্রাইয়ের কাঁচামাল ১ কেজি আলুর দাম মাত্র ২ টাকা!!

.

বাচ্ছাদের প্রিয় পটেটু ক্রাকারসের দাম ১০ টাকা; তাতে থাকে মাত্র ২৫ গ্রাম আলু। মানে ১০০০ গ্রাম বা ১ কেজি পটাটু ক্রাকারসের দাম পরে ৪০০ টাকা। সেই ১ কেজি পটাটু ক্রাকারসের কাঁচামাল ১ কেজি আলুর দাম মাত্র ২ টাকা!! অথচ ১ কেজি আলুর উৎপাদন খরচ ৫ টাকা। কিন্তু ২ টাকায়ও সেই আলু বিক্রি করতে পারছে না আমাদের কৃষকরা!!

.

আপনারা যে মোল্লা, কনফিডেন্স সল্ট খান তা ১ কেজির দাম ২৫ টাকা। কিন্তু জানেন কি, কুতুবদিয়ার লবনচাষিদের থেকে কেনা হয় ১ মন লবন মাত্র ১৫-২০ টাকায়। মানে ১ কেজি লবন কেনা হয় ৫০ পয়সায়।

.

২০০ গ্রাম বোতলের টমাটোর সসের দাম ১০০ টাকা। ১ কেজি সসের দাম পড়ে ৫০০ টাকা। কিন্তু জানেন মৌসুমে কৃষকরা টমাটো ৫০ পয়সায়ও বিক্রি করতে পারে না। পানিকে বোতলজাত করে প্রতিলিটার পানি বিক্রি হয় ২০ টাকায়।

.

আর পানি এবং খাবারের উৎকৃষ্ট আধার শসা কৃষক বিক্রি করে দাম ৩ টাকায়।

.

আমাদের রাষ্ট্র, অর্থনীতি, ব্যবসা, মুনাফা, লাভ কেবল ধনী, মালিকগোষ্ঠী, শিল্পমালিকদের জন্য। এখানে কৃষকরা কেবল উৎপাদন করবে আর ধুঁকে ধুঁকে মরবে। অথচ কৃষকই কোন জিনিস উৎপাদনে সবচে বেশি শ্রম দেয়। ৫ থেকে ৬ মাস টানা লেগে থাকে। বীজ থেকে উৎপন্ন দ্রব্য পুরো সময়টায় তার হাড়ভাঙ্গা খাটুনী। আর শিল্পমালিকরা মাত্র কয়েক মিনিটে প্যাকেজিং, লেবেলিং, কালারিং, মার্কেটিং করে কয়েকশো গুন লাভ করে ।।

.

কৃষকদের এই নীরব শোষণ দেখার কেউই নেই।

Sarwar Jahan

Posted by Nipunservices on December 17, 2013 at 9:00 AM Comments comments ()

Photo: আমার জীবনে তুমি এসেছিলে
 আগন্তকের মত।
হটাৎ করেই,
 আবার চলে গেলে..,যে সময়টুকু পাশে ছিলে, জীবন ছিল মধুময়...আজও আমি ভুলিনি সে মধুক্ষন, বারবার আমাকে নাড়া দেয় তোমার স্মৃতিগুলো|
 কি প্রয়োজন ছিল এ অল্প সময়ের জন্য এসে আমার জীবনটা লন্ডভন্ড করার |
আজ শুধু অনুমতি চাই তোমার কাছে যাওয়ার,
নিবে কি আমায়।

#অভি

সুমি একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে, বন্ধুদের উত্সাহে জীবনের প্রথম রক্তদান করবে. বন্ধুর পরিচিত একজনের রক্ত লাগবে তাই রক্ত দিতে এসেছে মেয়ের উত্সাহ দেখে সাথে মা বাবা ও এসেছেন রক্ত দেয়ার আগে কিছু টেষ্ট করতে হয় তাই প্যাথলজিতে রক্ত দিয়ে রিপোর্ট এর জন্য অপেক্ষা করছে ।

.

নিজেকে রিলাক্স রাখার জন্য বন্ধুদের সাথে খুশগল্পে ব্যাস্ত ।

কিছুক্ষণ পর ল্যাবে তার মা বাবা কে ডাকা হলো সুমির রক্তে HIV ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ।

.

এটা শুনে মা বাবার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ।

এটা কি করে সম্ভব তাদের বিশ্বাস হচ্ছে না । তাদের মেয়ে তো এমন না এটা ভুল হইছে । ল্যাব ইনচার্জ নিজে রক্ত টেনে আবার টেষ্ট করলেন ফলাফল একই আসল পজেটিভ । ব্লাড আরো দুইটা ল্যাবে পাঠানো হলো ফলাফলের কোন পরিবর্তন হলো না । সুমি ভেঙ্গে পড়েছে তার বিশ্বাসই হচ্ছে না কিভাবে এই ভাইরাস তার শরীরে ঢুকলো ।

.

তার ধারণা সবাই তাকে খারাপ মেয়ে ভাবছে ,কাউকে সে নিজের কথা বুঝাইতে পরলো না । অবশেষে ঘুমের ট্যাবলেট খেয়ে অত্মহত্যার চেষ্টা করে । সেখানেও সে ব্যর্থ হয় ,ডাক্তার তার হিস্টি নিলেন এক পর্যায়ে সুমি তার দাঁতের সমস্যার কথা বলে । সেখানেই ডাক্তারের সন্দেহ হয়, দাঁতের কি সমস্যা জানতে চাইলে সুমি বলে তার দাঁত গুলো এতো উজ্জল না পত্রিকায় বিজ্ঞাপন দেখে , ১০০%গ্যারান্টি দিয়ে দাঁত উজ্জল করা হয় ।

.

বিজ্ঞাপনে সে আকৃষ্ট হয় সেখানে গিয়ে দাঁত উজ্জল করার পর সে বুঝতে পারে এরা আসলে ডেন্টিস না বাহিরে চকচকে দেখে বুঝার উপায় ই নেই এরা হাতুরে ।

.

সামান্য দাঁতের সৌন্দর্য বাঁড়াতে গিয়ে তার এতো বড় সর্বনাশ হবে সে ভাবতেই পারেনি ।

.

সারা দেশে যেভাবে দাঁতের চিকিত্সার জন্য যে হারে হাতুরে দাঁতের ডাক্তার বেড়েছে তাদের ব্যাবহৃত যন্ত্রপাতি কতটুকু নিরাপদ ভাবার বিষয় ।

.

সুতরাং সাবধান কখন কিভাবে HIV ছাঁড়াও যেকোন ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে বুঝতেই পারবেন না ।

Manglamail24.com

Posted by Nipunservices on August 16, 2013 at 10:55 PM Comments comments ()

চুলে মধু

.

ঢাকা: চুলের চর্চায় আমরা সবাই বাজারে কেনা নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করে থাকি। বাজারের কেনা প্রসাধনী চুলে কতোটা প্রভাব ফেলবে, তা নিয়ে সৌন্দর্যপিপাসু নারীদের চিন্তার শেষ নেই।

.

তবে নামিদামি ব্রান্ডের প্রসাধনী ব্যবহার না করে, একটু বাড়তি মনোযোগ দিলে চুল হবে ঝলমলে উজ্জ্বল। ঘরে থাকা মধু দিয়ে সেরে নেয়া যায় চুলের যত্ন।

.

প্রথমে চুল ভালোভাবে শ্যাম্পু করে একটি বাটিতে দুই টেবিল চামচ মধু সমপরিমাণ পানির সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এটি যেনো কোনোভাবেই মাথার তালুতে না লাগে। তারপর এটি ১০ থেকে ১৫ মিনিট রেখে ভালোভাবে পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

.

মধু ব্যবহারে চুল অনেক বেশি মসৃণ ও উজ্জ্বল হয়। তবে এই ট্রিটমেন্টটি কোঁকড়া চুলের জন্য বেশি উপকারী, যা চুলে ঝলমলে ভাব এনে দেয়।

 

tutka

Posted by Nipunservices on August 15, 2013 at 9:45 PM Comments comments ()

 

1) গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম

হয়ে নেমে যাব।

.

2) পিঁপড়া শশা অপছন্দ করে। পিঁপড়ার উপদ্রবে শশা ব্যবহার করে দেখতে পারেন।

.

3) ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে গরম পানিতে লবন ব্যবহার করতে পারেন।

.

4) কাপড়ে চুইংগাম? কীভাবে দূর করবেন? চিন্তার কোন কারন নেই। কাপড়কে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চুইংগামের গুষ্টি শুদ্ধ দূর হবে।

.

5) সাদা কাপড়কে আরো সাদা করতে চান? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই

হবে।

.

6) কাপড়ে কালি পড়ে গেছে? চিন্তার কারন নেই। টুথ পেস্ট ঢেলে দিন। ভাল করে শুকান। তারপর ধুয়ে ফেলু ন.

Bangla library

Posted by Nipunservices on August 14, 2013 at 11:55 AM Comments comments ()

 

১.কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগতো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।

.

২.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।

.

৩.ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে । গ্যারান্টি ।

.

৪.পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন । ফর্সা হবে পরিস্কার হবে l

.

৫.পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন । ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।

.

৬.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ?

ব্যাপার না ,নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।

Ai Kazal

Posted by Nipunservices on August 12, 2013 at 2:00 PM Comments comments ()

কেও পেট ভরে খেতে ভাল বাসেন। আরা কেও পিট চুলকাতে ভালবাসেন। ভালবাসার মধ্যে অনেব রকম ফের আছে। এই দেখুন চিত্রের এই লোকটি কান খুচাতে ভাল বাসেন। এতো টাকা দিয়ে কান বিশেষজ্ঞ ডাক্তার লেখাপড়া শিখে এসেছেন। অথচ তার কাছে এমন শ্রেনীর মানুষ যান না। তবে এই স্বভাব মোটেও ভাল না। এই গন্ডমুর্খ কানের ফুটপাতের ডাক্তার দিয়ে মহামুল্যবান একটি কান নষ্ট করা কি ভাল ????

.

কেও পেট ভরে খেতে ভাল বাসেন। আরা কেও পিট চুলকাতে ভালবাসেন। ভালবাসার মধ্যে অনেব রকম ফের আছে। এই দেখুন চিত্রের এই লোকটি কান খুচাতে ভাল বাসেন। এতো টাকা দিয়ে কান বিশেষজ্ঞ ডাক্তার লেখাপড়া শিখে এসেছেন। অথচ তার কাছে এমন শ্রেনীর মানুষ যান না। তবে এই স্বভাব মোটেও ভাল না। এই গন্ডমুর্খ কানের ফুটপাতের ডাক্তার দিয়ে মহামুল্যবান একটি কান নষ্ট করা কি ভাল ????

Mahmuda

Posted by Nipunservices on August 12, 2013 at 2:00 PM Comments comments ()

This is crazy. Mix 1/4 cup Listerine (any kind but I like the blue), 1/4 cup vinegar and 1/2 cup of warm water. Soak feet for 10 minutes and when you take them out the dead skin will practically wipe off. 
 ♥♥♥SHARE so you can find it on your timeline♥♥♥

This is crazy. Mix 1/4 cup Listerine (any kind but I like the blue), 1/4 cup vinegar and 1/2 cup of warm water. Soak feet for 10 minutes and when you take them out the dead skin will practically wipe off.

Luna

Posted by Nipunservices on August 6, 2013 at 12:45 AM Comments comments ()

Picture Speaks Itself...A Image Worth Thousand Words.

Picture Speaks Itself...A Image Worth Thousand Words.

Ittadi

Posted by Videographer on August 1, 2013 at 10:05 PM Comments comments ()

M. Prince

Posted by Nipunservices on July 11, 2013 at 9:45 AM Comments comments ()


Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.